Question:প্রাচীনকালে প্রযুক্তির ব্যাপক ব্যবহার ছিল না, তারা সরল প্রযুক্তির উদ্ভাবন করেছিল। তাদের উদ্ভাবিত ৪টি প্রযুক্তির উদাহরণ দাও। তাদের পরবর্তী শিল্প প্রযুক্তির নাম লিখ। 

Answer প্রাচীন কালের মানুষের উদ্ভাবিত ৪টি প্রযুক্তির উদাহরণ নিম্নরূপ: ১. হাতিয়ার; ২. আগুন; ৩. চাকা; ৪. ধাতব যন্ত্রপাতি। প্রাচীন প্রযুক্তির পর আঠারো শতকের শিল্পপ্রযুক্তির উন্নয়ন ঘটেছে। যেমন- কৃষি, শিল্পকারখানা ও পরিবহন। 

+ Report
Total Preview: 755
prachinkale projuktir baapak babohar chil na, tara shorol projuktir udovabon karechil. tader udovabit ৪ti projuktir udahoron dao. tader paroboroti shikalpo projuktir namo likh.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd