Question:অদ্যাবধি কত লক্ষ্য প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে?
Answer
অদ্যাবধি ১৫ লক্ষ্য প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে
Question:অদ্যাবধি কত লক্ষ্য প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে?
অদ্যাবধি ১৫ লক্ষ্য প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে
Question:শ্রেণীবিন্যাস বিদ্যা কী?
প্রয়োজনের তাগিদে বর্তমানে জীববিঞানের যে স্বতন্র একটি শাখা গড়ে উঠেছে তার নাম শ্রেণীবিন্যাস বিদ্যা।
Question:শ্রেণীবিন্যাসের ইতিহাসে বিখ্যাত তিনজন ব্যক্তির নাম লেখ।
শ্রেণীবিন্যাসের ইতিহাসে বিখ্যাত তিনজন ব্যক্তি হলেন অ্যারিস্টটল, জন রে ও ক্যারোলাস লিনিয়াস।
Question:কাকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়?
প্রকৃতিবিঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়।
Question:অ্যানিম্যালিয়া জগতের পর্বগুলোর নাম লেখ।
অ্যানিম্যালিয়া জগতের পর্বগুলো হলো: পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যনেলিডা, আথ্র্রোপোডা, মলাস্কা, একাইনোডারমাটা, কর্ডাটা।