• ফটোকপিয়ার আবিস্কারক- সি. এফ. কার্লসন (জাতীয়তা আমেরিকান) আবিস্কারের সাল- ১৯৩৮ ইং আবিস্কারকের জন্ম-১৯০৬ ইং আবিস্কারকের মৃত্যু ১৯৬৮ ইং।
• ঘাস কাটার যন্ত্র- লন মোয়ার ।
• সাইকোলজি(Psychology)হল- মনোবিদ্যা ।
• বোটানি(Botany)হল- উদ্ভিদবিদ্যা।
• বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার- তিহানে-১।
• বিশ্বের বৃহত্তম লাইব্রেরি- লাইব্রেরি অব কংগ্রেস।
• বিশ্বের সর্ববৃহৎ প্রাণী- নীল তিমি।
• পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন- ২১ জুন।
• পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন- ২২ ডিসেম্বর।
• সর্বত্র দিনরাত্রি সমান – ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
• বিশ্বের উল্লেখযোগ্য ট্যাবলেট কম্পিউটার- ব্ল্যাকপ্যাড, আইপ্যাড, স্ট্রিক, গ্যালাক্সি, ইপ্যাড, লেপ্যাড, সিয়াস প্রভৃতি।
• অর্থনীতিতে প্রথম নোবেল দেয়া হয়- ১৯৬৯ সালে।
• ঘূর্ণিঝড় ‘আইলা’র অর্থ- ডলফিন বা শুশুক জাতীয় এক ধরনের প্রাণী।
Comments 0