প্রযুক্তি দক্ষ নারীরা অনলাইনেই বেশি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সম্প্রতি সাত হাজার ফ্রিল্যান্সারকে নিয়ে একটি জরিপ পরিচালনা করেছিল অনলাইন মার্কেটপ্লেস ইল্যান্স।
জরিপে ৭৪ শতাংশ নারী অনলাইনে কাজে স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে রায় দেন। তাঁরা মনে করেন অনলাইনে কাজ করে প্রযুক্তি ক্ষেত্রে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব। ৮০ শতাংশ নারী প্রযুক্তিকে তাঁদের পেশা হিসেবে নেওয়ার ইচ্ছের কথা জানান।
এ প্রসঙ্গে ইল্যান্সের প্রধান নির্বাহী ফাবিও রোসাতি জানিয়েছেন, ‘অনলাইনে কাজ প্রযুক্তি দক্ষ নারীর জন্য বৈষম্যহীন কর্ম পরিবেশ তৈরি করে। তাঁদের জন্য পেশাদারি কাজের ক্ষেত্রে ফ্রিল্যান্সিং দারুণ সুযোগ।’
ইল্যান্সের জরিপের ফল ও এ বিষয়ে বিস্তারিত জানার জন্য নীচের লিংকটি ব্যবহার করতে পারেন https://www.elance.com/q/women-in-technology|
Comments 0