Home  • Online Tips • Religious

যুক্তরাষ্ট্রে স্পেনিশভাষীদের ধর্মান্তর

3027 যুক্তরাষ্ট্রে পাঁচ কোটির মতো স্প্যানিশ-ভাষী মানুষের বাস, যারা দেশটির প্রধান সংখ্যালঘু সম্প্রদায়। এই ল্যাটিনোদের বেশিরভাগের জন্ম ও বেড়ে ওঠা ক্যাথলিক খ্রিষ্টান হিসেবে। কিন্তু ইদানিং তাদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করার প্রবণতা বাড়ছে। ধর্মান্তরিত এই ল্যাটিনোদের সংখ্যা আনুমানিক দুই লাখের মতো। মার্কিন স্প্যানিশ-ভাষীদের ৮০ শতাংশ বাস করে নিউ জার্সির ইউনিয়ন সিটিতে। বিবিসির কেটি ওয়াটসন সেখানে গিয়েছিলেন ধর্মান্তরিত ল্যাটিনোদের খোঁজে। তার প্রতিবেদন, পরিবেশন করছেন শাহনাজ পারভীন:

Comments 2


Wink
Surprise
Copyright © 2025. Powered by Intellect Software Ltd