মুসলমানের চারিত্রিক গুনাবলী صفة أخلاق المؤمنين
১. সত্যবাদিতা : (সূরা আত-তাওবাহ : ১১৯)
২. আমানতদারিতা : (সূরা আন নিসা : ৫৮)
৩. অঙ্গীকার পূর্ণ করা : (সূরা ইসরা : ৩৪)
৪. বিনয় : (সূরা আল হিজর : ৮৮)
৫. মাতা-পিতার প্রতি সদ্ব্যবহার : (সূরা আন-নিসা : ৩৫, সূরা আল ইসরা : ২৪)
৬. আত্মীয়তার সর্ম্পক বজায় রাখা : (সূরা মুহাম্মাদ : ২২-২৩, বুখারী ও মুসলিম)
৭. প্রতিবেশীর প্রতি সুন্দরতম ব্যবহার : (সূরা আন-নিসা : ৩৬)
৮. মেহমানের আতিথেয়তা : (বুখারী ও মুসলিম)
৯. সাধারণভাবে দান ও বদান্যতা : (আল বাকারাহ : ২৬২)
১০. ধৈর্য্য ও সহিষ্ণুতা : (আশ শুরা : ৪৩)
১১. মানুষের মাঝে সমঝোতা ও সংশোধন : (সূরা আন নিসা : ১১৪)
১২. লজ্জা : (বুখারী ও মুসলিম)
১৩. দয়া ও করুণা : (সূরা আল-বালাদ : ১৭- ১৮)
১৪. ইনসাফ বা ন্যায়পরায়ণতা : ( সূরা আল নাহাল : ৯০,সূরা আল মায়িদা : ৮)
১৫. চারিত্রিক পবিত্রতা : (সুরা আন নূর-৩৩)
Comments 2