Home  • News • Entertainment News

মেসির পেছনে 'এক কোটি'

https-www-facebook-com-farukhttps://www.facebook.com/faruk.hossain2015 অন্যরকম এক মাইলফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা এক কোটি হয়েছে। বিশেষ এই ব্যাপারটিকে স্মরণীয় করে রাখেন মেসি। ইনস্টাগ্রামে '১০ মিলিয়ন (এক কোটি)' লেখা একটি স্মারক জার্সি পরার ছবি দেন বার্সেলোনার তারকা ফুটবলার। ছবির নীচে একটি বার্তাও দেন তিনি। "সবাইকে অনেক অনেক ধন্যবাদ।" অনুসারীদের বিস্ময়কর এই সংখ্যার পরও বার্সেলোনা সতীর্থ নেইমারের চেয়ে পিছিয়ে আছেন মেসি। ইনস্টাগ্রামে নেইমারের অনুসারী ১ কোটি ৫২ লাখ। ইনস্টাগ্রামে এর চেয়ে বেশি অনুসারী আর কোনো ফুটবলারের নেই। ছবি শেয়ারের এই অনলাইন সামাজিক যোগাযোগের মাধ্যমে রোনালদোর অনুসারী ১ কোটি ২২ লাখ। ইনস্টাগ্রামে সম্প্রতি মেসি তার নতুন উল্কির ছবিও দেন। প্রেমিকা আন্তোনেলা রোকুস্সোকে নিয়ে বেড়াতে গিয়ে ছবিগুলো তোলেন তিনি।

Comments 0


About Author
Faruk Hossain Topu
Copyright © 2025. Powered by Intellect Software Ltd