Topu
ব্রেকাপ কেন হয় এর একশটা কারণ থাকতে পারে তবে ব্রেকাপের পর সম্পর্ক গুলো এত পানসে কেন হয়? ? ? একটি পরিসংখ্যানে দেখা গেছে প্রতিদিন গড়ে এক লক্ষ ৪২ হাজার তরুন তরুনির মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠছে আর প্রতিদিন গড়ে ব্রেকাপ হচ্ছে ১ লক্ষ ৩০ হাজারেরও অধিক !! পরিসংখ্যানটি আমাদের জন্য যথেষ্ট উদ্বেগজনক। ধরুন ছেলেটি এবং মেয়েটি নীতিগত ভাবে কোন অন্যায় কাজ করেনি; তারা মনে করেছে তাদের এক সাথে থাকা সম্ভব না... তাই ব্রেকাপ! এই যুক্তিটি আমার পছন্দ। ....একটি মানুষ যখন কিছুটা দূরে থাকে তখন আমরা ক্যামেরা জুম করে তাকে কাছে নিয়ে আসি। এই পর্যন্ত ঠিক আছে... বেশি জুম করা ভাল না... বেশি জুম করলে চেহারা ফেটে যায়... ত্বকের বিশ্রী দাগ চোখে এসে লাগে... .....সম্পর্কের ক্ষেত্রেও একি নিয়ম... বেশি কাছাকাছি মানুষকে দূরে ঠেলে দেয়.....তাকে রেস্পেক্ট করবেন... তার মতামতের গুরুত্ব দিবেন... এইগুলা ঠিক আছে... তবে দেবদাসের মত নিজের সব পছন্দ অপছন্দ বিলিয়ে দিবেন না... নিজের একটা আলাদা আইডেনটিটি আছে... সেটা ধরে রাখুন... তার কদম ভাললাগে এটা জানার পর জানিয়ে দিন কদম আপনার অসহ্য লাগে... এর ঘ্রাণ দুর্গন্ধময় ! বেশিরভাগ মানুষ সম্পর্ক সুন্দর করার জন্য মিথ্যের আশ্রয় নেয়... সম্প্রতি একটি বই পড়ে জেনেছি মিথ্যে বলা সত্যের থেকে ত্রিশ গুণ কঠিন কাজ... অন্যকে খুশি করতে গিয়ে প্রায় ৬০ ভাগ মানুষ কথা বলার সময় প্রতি ১০ মিনিটে একটা মিথ্যে বলে... আমাদের জন্য এই পরিসংখ্যানটিও যথেষ্ট উদ্বেগজনক... ....সে এবং আপনি আপনারা একি মানুষ...এইগুলা আঁতেলদের কথা... আপনাকে তার মত হবার দরকার নেই... তাকেও আপনার মত বানানোর প্রয়োজন নেই... আছা... ব্রেকাপের পর সম্পর্ক গুলো এত পানসে কেন হয়? ? ? অবশ্যই পানসে হবার কিছু যৌক্তিক কারণ আছে... যদি কেউ ফটকামি করে... ব্লা ব্লা ব্লা... ....নেহাত দুজন টের পেয়েছে এক সাথে থাকা সম্ভব না ( ধরে নিলাম দুজনেই ভাল মানুষ ) ... এই যুক্তিতে কোন সম্পর্ক যখন আলাদা হয় তখন কেন একজন অন্যজনকে রেস্পেক্ট করে না? গালাগালি করে ? কী নির্মম আশ্চর্য !! একজন না খেলে অন্যজন খায় না... একজনের ঘুম না এলে অন্যজন ঘুমায় না... একজন টেনশনে থাকলে অন্যজন সেই টেনশন কেড়ে নেয়... একজন পরীক্ষায় খারাপ করলে ফোনের ওপাশ থেকে অন্যজন কান্না করে... সেই একি মানুষ গুলোই সামান্য ব্রেকাপ হলে একজন অন্যকে গালাগালি করে বেড়ায় ! কী নির্মম আশ্চর্য !! সম্পর্কের ডেফিনেশন কী ? সমরেশ পড়েছেন? মাধুবিলতার কথা মনে আছে ? অনিমেশ ? অনিমেশের প্রতিবন্ধী... হাঁটতে পারে না... .....তাদের ছেলে একদিন জিজ্ঞাসা করল; তারা কেন বিয়ে করে নি ? মাধুবিলতার জবাব ছিল ; কাগজের দরকার হয় নি... তাই করে নি... সে যে একজন প্রতিবন্ধি মানুষকে বছরের পর বছর আগলে রেখেছে এই সম্পর্কটা কী যথেষ্ট না? ....ফোনের ওপাশ থেকে একসেপ্ট করলেই সম্পর্ক হয়ে গেল ?? আর মুখে ‘ ব্রেকাপ’ বললেই শেষ হয়ে গেল ? ....মানুষ যখন মরে যায়... সম্পর্ক গুলো কোথায় হারায়? মানুষ হারায়... সম্পর্করাও কী হারায়?... বছরের পর বছর কেউ কেউ আপনাকে ফ্রেমে বেঁধে কাঁদছে... কেন কাঁদছে ? ...মতের অমিলে একসাথে থাকা সম্ভব হয় নি... সেই অপরাধে আবার কেউ কেউ গালাগালি করছে... কী নির্মম আশ্চর্য !! মানুষকে ভালবাসতে শিখুন... মৃত্যুর আগে টলস্তয়ের শেষ কথা ছিল ' আমি পৃথিবীর প্রত্যেকটি মানুষকে ভালবাসি'────(♥)(♥)(♥)────(♥)(♥)(♥) _ ──(♥)██████(♥)(♥)██████(♥) ─(♥)████████(♥)████████(♥) ─(♥)██████████████████(♥) ──(♥)████████████████(♥) ────(♥)████████████(♥) __ ──────(♥)████████(♥) ────────(♥)████(♥) __ ─────────(♥)██(♥) ───────────(♥) __
Comments 4