১। সমুদ্রের গভীরতা পরিমাপের জন্য ব্যবহার করা হয়—
ক) মনোমিটার খ) ব্যারোমিটার গ) হাইড্রোমিটার ঘ) ফ্যাদোমিটার
২। উন্নত চিকিৎসা পদ্ধতিতে প্রতিষেধক তৈরির কাজে ব্যবহার করা হয়—
ক) ছত্রাক খ) ভাইরাস গ) অণুজীব ঘ) কীটনাশক
৩। বৈজ্ঞানিক পদ্ধতিতে পর্যায়ক্রমিক স্তর কোনটি?
ক) সমস্যা চিহ্নিতকরণ, অনুকল্প, পরীক্ষণ, ফলাফল বিশ্লেষণ খ) স্থির সিদ্ধান্ত, ফলাফল বিশ্লেষণ, অনুকল্প, পরীক্ষণ গ) অণুকল্প, পরীক্ষণ, স্থির সিদ্ধান্ত,সমস্যা চিহ্নিতকরণ ঘ) পরীক্ষণ, অনুকল্প, সমস্যা নির্দিষ্টকরণ, স্থির সিদ্ধান্ত
৪। বিশ্বে পানি মজুদের পরিমাণ কত?
ক) ১৪১ বিলিয়ন ঘনলিটার খ) ১৪১ মিলিয়ন ঘনলিটার গ) ১৪১ ট্রিলিয়ন ঘনলিটার ঘ) কোনোটিই নয়
৫। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রধান কারণ কী?
ক) গাছপালা কমে যাওয়া খ) যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়া গ) ব্যাপকভাবে জনসংখ্যা বৃদ্ধি পাওয়া
৬। HIV থেকে মানবজাতিকে রক্ষা করার সবচেয়ে ভালো উপায় কোনটি?
ক) ধর্মীয় বিধিনিষেধ মেনে চলায় উৎসাহিত করা খ) HIV সম্পর্কিত তথ্যের ব্যাপক প্রচার গ) নারী ও পুরুষের অবাধ মেলামেশা নিয়ন্ত্রণ। ঘ) একই সুঁই ও সিরিঞ্জ একাধিক জনে ব্যবহার না করা।
৭। কোনো দেশের মোট স্বল্প ভাগের কত শতাংশ বনাঞ্চল থাকলে পরিবেশের ভারসাম্য রক্ষা পায়?
ক) ১৫% খ) ২০% গ) ২৫% ঘ) ৩০%
৮। বিশুদ্ধ বায়ুতে কত শতাংশ CO2 বিদ্যমান?
ক) ০.০৩ খ) ৩ গ) ০.৩ ঘ) ৩.০৩
৯। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত শতাংশের বেশি হলে কোনো প্রাণী বাঁচতে পারে না?
ক) ২৫ শতাংশ খ) ১২ শতাংশ গ) ১০ শাতংশ ঘ) ৩ শতাংশ
১০। ১৮৬০ থেকে ১৯৬০ সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা কত বেড়েছে?
ক) ৩.০ ডিগ্রি সেলসিয়াস খ) ২.৮ ডিগ্রি সেলসিয়াস গ) ১.৮ ডিগ্রি সেলসিয়াস ঘ) ০.৫ ডিগ্রি সেলসিয়াস
১১। বাংলাদেশে বনাঞ্চলের পরিমাণ শতকরা কত ভাগ?
ক) ৭ ভাগ খ) ৯ ভাগ গ) ১০ ভাগ ঘ) ১২ ভাগ
১২। এইডস রোগ সর্বপ্রথম কত সালে আবিষ্কৃত হয়?
ক) ১৯৪০ খ) ১৯৮১ গ) ১৯৫০ ঘ) ১৯৭৫
১৩। বাংলাদেশে কোন শিক্ষা আইনত বাধ্যতামূলক?
ক) ইংরেজি খ) বাংলা শিক্ষা গ) প্রাথমিক শিক্ষা ঘ) ওপরের সবই
১৪। ১৮৫০ সালে পৃথিবীর জনসংখ্যা কত ছিল?
ক) ৫০ কোটি খ) ১০০ কোটি গ) ৩০ কোটি ঘ) ৭০ কোটি
১৫। রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে কোন খাদ্য উপাদান?
ক) চর্বি খ) শর্করা গ) আমিষ ঘ) ভিটামিন
১৬। বাংলাদেশে কর্মক্ষম লোকের সংখ্যা কত?
ক) ৪৫ শতাংশ খ) ৫০ শতাংশ গ) ৫৫ শতাংশ ঘ) ৬০ শতাংশ
১৭। প্রাকৃতিক পরিবেশে তিনটি প্রধান নিয়ামক হলো—
ক) মাটি, উদ্ভিদ, পাহাড় খ) পর্বত, আগ্নেয়গিরি, মালভূমি গ) বায়ু, পানি, গাছপালা ঘ) বায়ু, মাটি, উদ্ভিদ
১৮। উদ্ভিদ কখন বায়ুতে অক্সিজেন ছাড়ে?
ক) শ্বসনের সময় খ) প্রস্বেদনের সময় গ) সালোকসংশ্লেষণের সময় ঘ) অভিস্রবণের সময়
১৯। গ্রিন হাউস কী?
ক) সবুজ আলোয় আলোকিত ঘর খ) কাচের তৈরি ঘর গ) সবুজ মাঠবিশেষ ঘ) একটিও নয়
২০। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোনটি?
ক) কার্বন ডাইঅক্সাইড খ) হাইড্রোজেন গ) অক্সিজেন ঘ) সালফার ডাইঅক্সাইড।
সঠিক উত্তর:
১। ঘ ২। গ ৩। ক ৪। ক ৫। গ ৬। ক ৭। গ ৮। ক ৯। ক ১০। গ ১১। খ ১২। খ ১৩। গ ১৪। খ ১৫। গ ১৬। গ ১৭। গ ১৮। গ ১৯। খ ২০। ক।
Comments 1