আমার মত বলি, প্রোগ্রামিং সি সহজ, সব থেকে সহজ। আমার যুক্তি, আমি সি ভাল ভাবে শিখবো এই প্রতিজ্ঞা করে মাঠে নেমেছি। যা আমাকে শিখতেই হবে, তাকে কঠিন ভাবার কোন কারণ আমি দেখি না, তাই আমার কাছে প্রোগ্রামিং সি। এবার আপনার কথা বলি, আপনার কাছেও কি সি সহজ মনে হবে? আপনার প্রশ্ন, “আমি কি সি শিখতে পারবো?” “আমি তো প্রোগ্রামিং Background এর না? ” আপনার প্রশ্নের পর আমার প্রশ্ন হল, “আপনি কি প্রোগ্রামিং শিখতে চান?” যদি উত্তর হ্যাঁ হয়। তাহলে আপনার জন্য বলছি, এই পৃথিবীতে এমন একটা কাজ দেখান যেটা সহজ? বা খুব সহজ?? একটিও নেই। আমার কাছে কঠিন এর সংজ্ঞা টা এমন, “আমি যা না পারি, তাই সব থেকে কঠিন। আমি যা না জানি – তাই আমার কাছে সব থেকে কঠিন” একটু এভাবে চিন্তা করুন, এক ব্যক্তি আপনাকে একটি প্রশ্ন করল যে, উসাইন বোল্ট পর্যন্ত কত গুলো অলিম্পিক গোল্ড পেয়েছে? যদি বলতে পারেন তাহলে আপনাকে ১ কোটি টাকা দিবে। কিন্তু আপনার এর উত্তর জানা নেই। তাহলে কি হল। এটাই সারা জীবন আপনার কাছে কঠিন প্রশ্ন (উত্তর) হয় থাকবে।
তার মানে কঠিন বলে কিছু নেই। আপনার ইচ্ছা আপনাকে পথ দেখাবে। যত বেশি ভাবেন ততই ভয় পাবেন। আবার যদি এমন হয়, যে প্রোগ্রামিং করতে গিয়ে ভয় চলে এসেছে তার কাছে বুদ্ধি জিজ্ঞেস করেন, তাহলে আর কিছুই করতে হবে না। ঐখানেই প্রোগ্রামার হওয়ার ইচ্ছা মাটি চাপা দিয়ে আসবেন।
কিভাবে কাজ করে প্রোগ্রামিং সি ?
প্রোগ্রামিং সি কিভাবে কাজ করে, তার বিস্তারিত পরে কোন এক পোস্ট লিখব। আজ শুধু একটা চিত্র দেখে রাখুন। যা পরবর্তীতে কাজে লাগবে।
/15
Comments 3
পৃথিবীতে একটা কাজ সব থেকে সহজ , তা হলো স্বপ্ন দেখা, ঠিক বলেছি না ?
Comments 3