1. Question: আল্লাহ তায়ালা আমাদেরকে সৃষ্টি করেছেন-

    A
    জিহাদ করার জন্য

    B
    তাঁর ইবাদত করার জন্য

    C
    ধন-সম্পদ দরিদ্র ও বঞ্চিতের মাঝে দান করার জন্য

    D
    উপরের কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  2. Question: ’ইবাদত’ অর্থ কী?

    A
    দাসত্ব বা আনুগত্য করা

    B
    পুত-পবিত্র হওয়া

    C
    সংকল্প করা

    D
    অনুসরণ করা

    Note: ইবাদতআল্লাহ তাআলার দাসত্ব ও আনুগত্য স্বীকার করে তাঁর আদেশ পালন ও নিষেধ বর্জন করে জীবন পরিচালনাকে ইসলামি পরিভাষায় ইবাদত বলে।
    1. Report
  3. Question: কালিমা,নামায,রোজা,যাকাত ও হজ্ব যথাযথ পালন করাকে কী বলে?

    A
    রিসালাত

    B
    তাওহিদ

    C
    ইবাদত

    D
    আখিরাত

    Note: Not available
    1. Report
  4. Question: পৃথিবীর সকল বস্তু কেন সৃষ্টি করা হয়েছে?

    A
    মানুষের কল্যাণের জন্য

    B
    পশুপাখির কল্যাণের জন্য

    C
    গাছপালা টিকিয়ে রাখার জন্য

    D
    মানুষের অকল্যাণের জন্য

    Note: Not available
    1. Report
  5. Question: যাকাত অর্থ কী?

    A
    হ্রাস পাওয়া

    B
    দান করা

    C
    বৃদ্ধি পাওয়া

    D
    ধ্বংস হওয়া

    Note: ‘যাকাত’ প্রদানের মাধ্যমে সম্পদ ব্যক্তিবিশেষের হাতে পুঞ্জীভূত থাকে না। আর মানুষের হাতে সম্পদ পুঞ্জীভূত থাকুক আল্লাহ তাআলা তা পছন্দ করেন না। তিনি চান এটি মানুষের কল্যাণে ব্যয় হোক, সমাজের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতি হোক। এ বিবেচনায় যাকাত অর্থ বৃদ্ধি।
    1. Report
  6. Question: গুরুত্বের দিক দিয়ে ইসলামের কোন রুকনের পরে যাকাতের অবস্থান?

    A
    সালাতের

    B
    সাওমের

    C
    কালিমার

    D
    হজ্বের

    Note: Not available
    1. Report
  7. Question: কুরআন পাকের বহু স্থানে সালাতের সাথে কিসের নির্দেশ দেওয়া হয়েছে?

    A
    তাওহিদের

    B
    সাওমের

    C
    যাকাতের

    D
    হজ্বের

    Note: Not available
    1. Report
  8. Question: যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে কে যুদ্ধ বা জিহাদ ঘোষণা দিয়েছেন?

    A
    হযরত উসমান (রা)

    B
    হযরত আবু বকর (রা)

    C
    হযরত উমর (রা)

    D
    হযরত হামযা (রা)

    Note: Not available
    1. Report
  9. Question: “হে বনি আদম! আমার পথে খরচ করতে থাক। আমি আমার অফুরন্ত ভান্ডার থেকে তোমাদেরকে দিতে থাকব”- এটি কোন হাদীসের বাণী?

    A
    মুসলিম ও নাসায়ি

    B
    বুখারি ও মুসলিম

    C
    তিরমিজি ও ইবনে মাজাহ

    D
    বুখারি ও আবু দাউদ

    Note: Not available
    1. Report
  10. Question: “এবং আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের সাথে আছি যদি তোমরা নামায কায়েম করতে থাক এবং যাকাত দিতে থাক।” এটি কোন সুরার অংশ?

    A
    সূরা আন-নূর

    B
    সূরা আল-মায়িদা

    C
    সূরা আল-বাকারা

    D
    সূরা আল-ইমরান

    Note: وَقَالَ اللَّهُ إِنِّي مَعَكُمْ لَئِنْ أَقَمْتُمُ الصَّلَاةَ وَآتَيْتُمُ الزَّكَاةَ অর্থ : “এবং আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের সাথে আছি যদি তোমরা নামায কায়েম করতে থাক এবং যাকাত দিতে থাক।” -আল মায়িদা, আয়াত ১২ (আংশিক)
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd