হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: কোনটি জাবেদার কাজ নহে?

    A
    জাবেদাভুক্ত করা

    B
    ডেবিট ক্রেডিট নির্ণয়

    C
    ব্যাখ্যা প্রদান

    D
    দেনা-পাওনা নির্ণয়

    E
    তারিখ অনুযায়ী লেনদেনের তালিকা প্রদান করা

    Note: জাবেদায় ব্যবসায়িক লেনদেনসমূহকে তারিখ অনুসারে ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে জাবেদা ভুক্তকরণ করা হয়। সুতরাং দেখা যাচ্ছে যে দেনা ও পাওনা নির্ণয় করা জাবেদার কাজের মধ্যে পড়ে না।
    1. Report
  2. Question: একজন আবসাবপত্র ব্যবসায়ী নিজের অফিসের ব্যবহারের জন্য নগদে চেয়ার ও টেবিল ক্রয় করে। এর জন্য কোন দাখিলাটি সঠিক?

    A
    ক্রয় হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট

    B
    ক্রয় হিসা ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট

    C
    আসবাবপত্র হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট

    D
    আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট

    E
    কোনটিই নয়

    Note: আসবাবপত্র ব্যবসায়ী অফিসে ব্যবহারের জন্য চেয়ার টেবিল ক্রয় করলে তা সম্পত্তি ক্রয়ের অন্তর্গত হবে। এজন্য জাবেদা হবে আসবাবপত্র হিসাব ডেটব টু নগদান হিসাব ক্রেডিট।
    1. Report
  3. Question: দু-তরফা দাখিরা পদ্ধতি বলতে বুঝায়-

    A
    লেনদেন সনাক্তকরণ পদ্ধতি

    B
    লেনদেন লিপিবদ্ধকরণ পদ্ধতি

    C
    আর্থিক বিবরণী প্রস্তুতকরণ পদ্ধতি

    D
    জাবেদা ও খতিয়ানের ব্যবহার

    E
    ডেবিট ও ক্রেডিট নির্ধারণ পদ্ধতি

    Note: দু’তরফা দাখিলা পদ্ধতি বলতে নেদেনকে দুটি হিসাব খাতে (ডেবিট ও ক্রেডিট নির্ণয় করে) লেখাকে বোঝায়?
    1. Report
  4. Question: নিম্নের কোন ঘটনাটি জাবেদায় লিপিবদ্ধ করা অনুচিত?

    A
    বাকীতে মালামাল ক্রয়

    B
    নগদ সেবা প্রদান

    C
    পুরনে যন্ত্রপাতি বিক্রয় হতে লাভ

    D
    বিজ্ঞাপন বাবত ব্যয়

    E
    চীফ ফাইন্যান্সিয়াল অফিসারের পদের জন্য দুজন প্রার্থী সাক্ষাৎকার গ্রহণ

    Note: এটি কোন লেনদেন হয় না।
    1. Report
  5. Question: শরীফের নিকট প্রাপ্য হিসাবের ১০% বা ১,০০০/- টাকা তাকে মওকুফ করা হল, এর হিসাব কোনটি?

    A
    অনাদেয় দেনা

    B
    সন্দেহজনক ঋণ

    C
    কারবারি বাট্টা

    D
    নগদ বাট্টা

    Note: কোনো প্রাপ্য হিসাব দ্রুত আদায় করার জন্য প্রাপ্য হিসাবের যে অংশ চাড় বা মওকুফ করা হয় তাকে নগদ বাট্টা বলা হয়।
    1. Report
  6. Question: নিচের কোনটি খতিয়ানের উদ্দেশ্য নয়-

    A
    স্থায়ী হিসাব সংরক্ষণ

    B
    শ্রেণিবিন্যাসকরণ

    C
    গাণিতিক শুদ্ধতা যাচাই

    D
    উদ্বৃত্ত নির্ণয়

    Note: গাণিতিক শুদ্ধতা যাচাই করা রেওয়ামিলের উদ্দেশ্যে।
    1. Report
  7. Question: ইন্টার স্পের্টস কোম্পানির বিক্রয় বাবদ প্রাপ্তি ৪৮,৩০০ টাকা যার মধ্যে ১৫% মূল্য সংযোজন কর অন্তর্ভুক্ত রয়েছে। কোম্পানিটিকে বিক্রয়বাবদ ক্রেডিট করতে হবে-

    A
    ৪০,০০০

    B
    ৪১,০০০

    C
    ৪২,০০০

    D
    ৪৩,০০০

    Note: Not available
    1. Report
  8. Question: নীচের কোনটি ‘Books Entry' বলা হয়?

    A
    খতিয়ান

    B
    জাবেদা

    C
    নগদান বহি

    D
    রেওয়ামিল

    Note: Books of original entry বলা হয় জাবেদাকে।
    1. Report
  9. Question: একজন ক্রেতা ধারে ক্রীত পণ্য ফেরত দিলে, বিক্রেতা জাবেদা দিবে কোথায়?

    A
    নগদ প্রাপ্তি জাবেদায়

    B
    বিক্রয় জাবেদায়

    C
    নগদ প্রদান জাবেদায়

    D
    সাধারণ জাবেদায়

    Note: ক্রেতা ধারে ক্রীত পণ্য ফেরত দিলে, বিক্রেতার নিকট তা বিক্রয় ফেরত। সুতরাং বিক্রয় ফেরত বিক্রেতা তার সাধারণ জাবেদার লিপিবদ্ধ করবে।
    1. Report
  10. Question: যে হিসাবের বইয়ে লেনদেনকে তারিখ অনুযায়ী ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ কর হয় তাকে কি বলে?

    A
    জাবেদা

    B
    খতিয়ান

    C
    রেওয়ামিল

    D
    নগদান

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd