আর্থিক বিবরণী বিশ্লেষণ
 
  1. Question: 'Capital Gearing' অনুপাতের আদর্শ মান কত?

    A
    ১ঃ২

    B
    ১ঃ১

    C
    ২ঃ১

    D
    ১ঃ৩

    Note: Not available
    1. Report
  2. Question: বাজেয়াপ্ত শেয়ার পুনবিলির পর শেয়ার বাজেয়াপ্ত হিসাব-এর জের কোন হিসাবে নেয়া হয়?

    A
    লাভ ক্ষতি হিসাব

    B
    মূলধন হিসাব

    C
    মূলধন সঞ্চিতি হিসাব

    D
    মুনাফা সঞ্চিতি হিসাব

    E
    লাভ ক্ষতি বণ্টন হিসাব

    Note: বাজেয়াপ্ত শেয়ার পুনঃবিলির পর যদি বাজেয়াপ্ত হিসাবের কোন জের থাকে তবে তা মূলধন সঞ্চিতি হিসাবে স্থানান্তর করা হয়।
    1. Report
  3. Question: একটি শিল্প মার্চ হতে জুলাই পর্যন্ত পাঁচ মাসে যথাক্রমে ৫, ৬, ৮, ৭ এবং ৫ টাকা দরে যথাক্রমে ২০০, ২০০, ১০০, ২০০ এবং ২০০ একর কাঁচামাল ক্রয় করলে ৩ মাস ভিত্তিতে জুন মাসের মাল ইস্যুর চলিষ্ণু গড়-

    A
    ৫ টাকা

    B
    ৫.৩৩ টাকা

    C
    ৬ টাকা

    D
    ৭ টাকা

    E
    ৮ টাকা

    Note: Not available
    1. Report
  4. Question: কোনটির বৃদ্ধি কোম্পানির জন্য ভাল নয়-

    A
    মজুদ আবর্তন অনুপাত

    B
    দেনাদার আবর্তন অনুপাত

    C
    পাওনাদার আবর্তন অনুপাত

    D
    নিট মুনাফা অনুপাত

    E
    পরিচালন মুনাফার অনুপাত

    Note: মজুদ আবর্তন অনুপাত বৃদ্ধি কোনো কোম্পানির জন্য ভালো নয়।
    1. Report
  5. Question: মূলধন গিয়ারিং অনুপাত এক প্রকার-

    A
    সম্পদ ব্যবস্থাপনার অনুপাত

    B
    মুনাফা অর্জন অনুপাত

    C
    লিভারের অনুপাত

    D
    আর্থিক সচ্ছলতা অনুপাত

    E
    তারল্য অনুপাত

    Note: মূলধন গিয়ারিং অনুপাত হলো আর্থিক সচ্ছলতা অনুপাত।
    1. Report
  6. Question: একটি শিল্পের স্থিতিপত্রে নগদ তহবিল ২লক্ষ টাকা, বিবিধ পাওনাদার ২ লক্ষ টাকা, বিবিধ দেনাদার ১ লক্ষ টাকা, বকেয়া মজুরি ১ লক্ষ টাকা ও অগ্রিম খরচ ১ লক্ষ টাকা হলে চলতি মূলধন-

    A
    ১,০০,০০০ টাকা

    B
    ২,০০,০০০ টাকা

    C
    ৩,০০,০০০ টাকা

    D
    ৪,০০,০০০ টাকা

    E
    ৫,০০,০০০ টাকা

    Note: চলতি মূলধন=চলতি সম্পত্তি-চলতি দায় =(নগদ তহবিল+দেনাদার+অগ্রিম খরচ)-(পাওনাদার+বকেয়া মজুরি) (২ লক্ষ+১ লক্ষ)-(২লক্ষ+১ লক্ষ)=১ লক্ষ
    1. Report
  7. Question: একটি কুটির শিল্প এক বছরে মোট বিক্রয় ৫ লক্ষ টাকার উপরে ২০% বাট্টা প্রদান করে ৮ হাজার টাকা নিট লাভ করলে, তার-

    A
    উপার্জন অনুপাত সন্তোষজনক নয়

    B
    মোট লাভ অনুপাত সন্তোষজনক

    C
    নিট লাভ অনুপাত সন্তোষজনক নয়

    D
    মূল্য উপার্জন সন্তোষজনক

    E
    কোনটিই নয়

    Note: এক্ষেত্রে কুুটির শিল্পের নিট লাভ অনুপাত সন্তোষজনক নয়। নীট লাভে অনুপাত= নীট লাভ/নীট বিক্রয়
    1. Report
  8. Question: একটি শিল্পের স্থায়ী সম্পদ ৫,০০,০০০ টাকা, মজুদ পণ্য ১,০০,০০০ টাকা, নগদ তহবিল ১,০০,০০০ টাকা, চলদি দায় ৩,০০,০০০ টাকা, শেয়ার মূলধন ৩,০০,০০০ টাকা, মোট বিক্রয় ৯,০০,০০ লক্ষ টাকা ও বিক্রয় ফেরত ১,০০,০০০ টাকা হলে শিল্পটির মূলধনের আবর্তন হার

    A

    B

    C

    D

    E

    Note: Not available
    1. Report
  9. Question: অনুপাত বিশ্লেষণের উদ্দেশ্য নয় কোনটি?

    A
    ব্যয় নিয়ন্ত্রণ

    B
    হিসাবের শুদ্ধতা যাচাইকরণ

    C
    ব্যবসায়ের অবনতি নিরূপণ

    D
    তথ্য সরবরাহ

    Note: এখানে, হিসাবের শুদ্ধতা যাচাইকরণ অনুপাত বিশ্লেষণের কোন উদ্দেশ্য নয়। রেওয়ামিল প্রস্তুতের উদ্দেশ্যে হলেঅ হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করুন।
    1. Report
  10. Question: দায়-মালিকানা স্বত্ব অনুপাত ৩০%। মোট দায় ৩০,০০০ টাকা হলে মোট সম্পত্তির পরিমাণ কত?

    A
    ১,৫৬,০০০ টাকা

    B
    ১,৫০,০০০ টাকা

    C
    ১,৬৬,০০০ টাকা

    D
    ১,২০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd