উৎপাদন ব্যয় হিসাব
 
  1. Question: একটি উৎপাদনারী প্রতিষ্ঠানের কারখানা উপরি খরচ মূল্য ব্যয়ের এক চতুর্থাংশ। প্রতিষ্ঠানটির কারখানা উপরি খরচ ১,৫০০ টাকা হলে কারখানা ব্যয়ের পরিমাণ কত?

    A
    ১,৫০০ টাকা

    B
    ৩৭৫ টাকা

    C
    ৭,৫০০ টাকা

    D
    ৯,০০০ টাকা

    E
    কোনটিই নহে

    Note: Not available
    1. Report
  2. Question: ব্যয়ের উপাদানসমূহ কয়টি?

    A
    চারটি

    B
    তিনটি

    C
    পাঁচটি

    D
    দুইটি

    E
    কোনটিই নয়

    Note: ব্যয়ের মোট উপাদান সমুহকে তিনটি মৌলিক ভাগে ভাগ করা হয়। যথা-(১) কাাঁচামাল (২) শ্রম বা মজুরি ও (৩) উপরিব্যয় বা অন্যান্য ব্যয়। অর্থাৎ ব্যয়ের উপাদানসমূহ হলো তিনটি।
    1. Report
  3. Question: একটি পণ্য 860 টাকা বিক্রিয় করায় লাভ হয়েছে ২০%। বিক্রেতা ৩০% লাভ করতে চাইলে পণ্যটি কত টাকায় বিক্রিয় করতে হত?

    A
    ১২৪৮ টাকা

    B
    ১০৪০ টাকা

    C
    ৯৩২ টাকা

    D
    ১১৫২ টাকা

    E
    ১২০০ টাকা

    Note: ২০% লাভে বিক্রয়মূল্য ৮৬০ টাকা হলে ক্রয়মূল্য=৮৬০ভাগ ১.২০=৭১৭। সুতরাং ৩০% লাভ করতে হলে বিক্রয়মূল্য হবে=৭১৭x১.৩০=৯৩২ টাকা।
    1. Report
  4. Question: বিক্রিত পণ্যের ব্যয় ১,০৫,০০০ টাকা, মোট লাভের হার বিক্রির ৩০%, পরিচালনা ব্যয় ৩৯,৫০০ টাকা হলে, নীট লাভ হবে-

    A
    টাকা ৫,৫০০

    B
    টাকা ৭,০০০

    C
    টাকা ৭,৫০০

    D
    ৯,০০০

    Note: Not available
    1. Report
  5. Question: যদি বিক্রয় রাজস্ব ৪,০০,০০০ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় ৩,১০,০০০ টাকা এবং পরিচালন ব্যয় ৬০,০০০ টাকা হয়, তবে মোট মুনাফার হার হবে কত?

    A
    ২২.৫০%

    B
    ৭.৫%

    C
    ৩৭.৫০%

    D
    ২৯.০৩%

    Note: Not available
    1. Report
  6. Question: আলাদা কোম্পানীর ২০১০ সালের নীট আয় ছিল টাকা ৬,৫০,০০০ যা ২০০৯ সালের নীট আয়ের ৩০% বেশি। ২০০৯ সালের নীট আয় কত?

    A
    ৪,৫৫,০০০ টাকা

    B
    ৫,৯১,০০০ টাকা

    C
    ৫,০০,০০০ টাকা

    D
    ৫,২০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  7. Question: অনুমান কর, ক্রয় ৩০,০০০ টাকা, বিক্রয় ৩৬,০০০ টাকা এবং সমাপনী মজুদ ৬,০০০ টাকা। প্রারম্ভিক মজুদ কত?

    A
    টাকা ১০,০০০

    B
    টাকা ১৩,০০০

    C
    টাকা ১২,০০০

    D
    টাকা ১৮,০০০

    Note: প্রারম্ভিক মজুদ =(বিক্রয়+সমাপনী মজুদ-ক্রয়) = (৩৬,০০০+৬০০০-৩০,০০০) =১২,০০০ টাকা
    1. Report
  8. Question: প্রারম্ভিক মজুদ পণ্য ২,০০,০০০ টাকা, ক্রয় ১,০০,০০০ টাকা, ক্রয় ফেরত ১০,০০০ টাকা; বিক্রয় ১,৮০,০০০ টাকা এবং ক্রয় মূল্যের উপর মার্ক-আপ শতকরা ৪৫ ভাগ হলে সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কত?

    A
    ১,৬২,০০০ টাকা

    B
    ১,৬৩,০০০ টাকা

    C
    ৪০,৫০০ টাকা

    D
    ১,৬৫,০০০ টাকা

    Note: এখানে, সমাপণী মজুদ পণ্য=প্রারম্ভিক মজুদ+নীট ক্রয়+মোট লাভ-বিক্রয়=২,০০,০০০+৯০,০০০+৪০,৫০০০-১৮,০০০ = ১,৫০,০০০ টাকা এখানে, নীট ক্রয়-ফেরত=১,০০,০০০-১০,০০০ = ৯০,০০০ টাকা মোট লাভ=৯০,০০০x৪৫%=৪০,৫০০ টাকা
    1. Report
  9. Question: একজন ব্যবসায়ী ৫০০ একক দ্রব্য উৎপাদন করতে নিম্নোক্ত খরচগুলো করেছে; কাঁচামাল ৩০,০০০ টাকা, মজুরী ১০,০০০ টাকা; কারখানা উপরিব্যয় কাঁচামালের ২০% বিক্রয় খরচ কারখানা উপরি ব্যয়ের ২৫%। প্রতি একক কত টাকায় বিক্রয় করলে মোট ব্যয়ের ২০% লাভ হবে?

    A
    ১০৪ টাকা

    B
    ১১৪ টাকা

    C
    ১২৪ টাকা

    D
    ১৩৪ টাকা

    Note: Not available
    1. Report
  10. Question: একটি ফার্মের প্রারম্ভিক পণ্যের মজুদ টাকা ৬,৭০০ এবং বছরে ক্রীত পণ্যের ব্যয় টাকা ৮৪,০০০। সমাপনী পণ্যের মজুদ টাকা ৫,৪০০। ২০% বেশী দামে বিক্রয় হলে মোট মুনাফা-

    A
    ১৩,৭৫০ টাকা

    B
    ১৬,৫৪০ টাকা

    C
    ১৭০৬০ টাকা

    D
    ২০,৬৭৫ টাকা

    Note: প্রাঃ মজুদ+ক্রীত পণ্যের ব্যয়-সমাপনী মজুদ = ৬,৭০০+৮৪,০০০-৫,৪০০ =৮৫,৩০০ টাকা। মুনাফা =৮৫,৩০০x২০% = ৮৫,৩০০ টাকা। মুনাফা =৮৫,৩০০x২০%=১৭,০৬০ টাকা।
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd