Note: ব্যয়ের মোট উপাদান সমুহকে তিনটি মৌলিক ভাগে ভাগ করা হয়। যথা-(১) কাাঁচামাল (২) শ্রম বা মজুরি ও (৩) উপরিব্যয় বা অন্যান্য ব্যয়। অর্থাৎ ব্যয়ের উপাদানসমূহ হলো তিনটি।
Question: একজন ব্যবসায়ী ৫০০ একক দ্রব্য উৎপাদন করতে নিম্নোক্ত খরচগুলো করেছে; কাঁচামাল ৩০,০০০ টাকা, মজুরী ১০,০০০ টাকা; কারখানা উপরিব্যয় কাঁচামালের ২০% বিক্রয় খরচ কারখানা উপরি ব্যয়ের ২৫%। প্রতি একক কত টাকায় বিক্রয় করলে মোট ব্যয়ের ২০% লাভ হবে?
Question: একটি ফার্মের প্রারম্ভিক পণ্যের মজুদ টাকা ৬,৭০০ এবং বছরে ক্রীত পণ্যের ব্যয় টাকা ৮৪,০০০। সমাপনী পণ্যের মজুদ টাকা ৫,৪০০। ২০% বেশী দামে বিক্রয় হলে মোট মুনাফা-