বিগত বছরের প্রশ্নাবলি
 
  1. Question: একটি মোটগিাড়ি ৮,০০০ টাকা কেনা হয়েছে যার মধ্যে ৩৬ টাকা পেট্রোল খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্পূর্ণ মূল্য ৮,০০০ টাকা মোটরগাড়ি হিসাবে ডেবিট করা হয়েছে। লাভ-ক্ষতি হিসাব এবং উদ্ধর্তপত্রে এর কী প্রভাব পড়েছে?

    A
    লাভ বেড়েছে ৩৬ টাকা এবং স্থায়ী সম্পত্তি বেড়েছে ৩৬ টাকা

    B
    লাভ বেড়েছে ৩৬ টাকা এবং স্থায়ী সম্পত্তি কমেছে ৩৬ টাকা

    C
    লাভ কমেছে ৩৬ টাকা এবং স্থায়ী সম্পত্তি বেড়েছে ৩৬ টাকা

    D
    লাভ কমেছে ৩৬ টাকা এবং স্থায়ী সম্পত্তি কমেছে ৩৬ টাকা

    E
    লাভে কোন প্রভাব পড়েনি কিন্তু স্থায়ী সম্পত্তি বেড়েছ ৩৬ টাকা

    Note: Not available
    1. Report
  2. Question: একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রারম্ভিক মজুদ ২৩,০০০ টাকা, সমাপনী মজুদ ২৭,০০০ টাকা, বছরের বিক্রয় ১,৬০,০০০ টাকা এবং ক্রয়মূল্যের উপর ২৫% লাভ ধারে পণ্য বিক্রয় হয়। বছরের ক্রয় কত টাকা?

    A
    ১,২০,০০০

    B
    ১,২৪,০০০

    C
    ১,২৮,০০০

    D
    ১,৩০,০০০

    E
    ১,৩২,০০০

    Note: Not available
    1. Report
  3. Question: ‘ধারে বিক্রয়’ এর উপর নির্দিষ্ট হারে কুঋণ সঞ্চিতি সংরক্ষণ পদ্ধতি হিসাববিজ্ঞানের কোন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ?

    A
    সামঞ্জস্য নীতি

    B
    গুরুত্ব নীতি

    C
    প্রকাশ নীতি

    D
    মিলকরণ নীতি

    E
    রক্ষণশীলতা নীতি

    Note: Not available
    1. Report
  4. Question: রবিনের কাছ থেকে প্রাপ্ট টাকা পিটারের হিসাব ক্রেডিট করা হলে, কী ধরনের ভুল হবে?

    A
    বাদ পড়ার ভুল

    B
    খতিয়ানভুক্তির ভুল

    C
    পরিপূরক ভুল

    D
    নীতির ভুল

    E
    লেখার ভুল

    Note: Not available
    1. Report
  5. Question: শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়া হলে:

    A
    সম্পত্তি বাড়বে এবং দায় কমবে

    B
    সম্পত্তি কমবে এবং দায় বাড়বে

    C
    সম্পত্তি কমবে এবং শেয়ারহোল্ডারদের স্বত্ব কমবে

    D
    সম্পত্তি কমবে এবং শেয়ারহোল্ডারদের স্বত্ব বাড়বে

    E
    শেয়ারহোল্ডারদের স্বত্বে কোন প্রভাব পড়বে না

    Note: Not available
    1. Report
  6. Question: একটি পণ্য ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠান কর্তৃক হিসাবকালে একের বেশিবার ক্রয় করা সাপেক্ষে দাম বৃদ্ধির পরিস্থিতিতে মজুদ পণ্য মূল্যায়নের কোন পদ্ধতি অবলম্বন করলে মজুদ পণ্যের মূল্য বেশি দেখাবে?

    A
    লিফো

    B
    ফিফো

    C
    সাধরণ গড়

    D
    ভারযুক্ত গড়

    E
    চলমান গড়

    Note: Not available
    1. Report
  7. Question: কালান্তিক মজুদ পদ্ধতি ব্যবহার করে এমন পণ্য ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানের রেওয়ামিলে কোন হিসাবটি পাওয়া যাবে না?

    A
    বিক্রয়-বাট্টা হিসাব

    B
    ক্রয় হিসাব

    C
    বিক্রিত পন্যের হিসাব

    D
    প্রারম্ভিক মজুদ হিসাব

    E
    আন্তঃপরিবহন খরচ হিসাব

    Note: Not available
    1. Report
  8. Question: একটি হিসাবকালে নীট বিক্রয়ের পরিমাণ ৭৮,০০০ টাকা, মোট লাভের হার ৪০%, নীট লাভের হার ২৫%। উক্ত হিসাবকালের ব্যবসায়ের পরিচালণ খরচ কত?

    A
    ৩,১২,০০০ টাকা

    B
    ১,১৭,০০০ টাকা

    C
    ১,৯৫,০০০ টাকা

    D
    ৫,০৭,০০০ টাকা

    E
    ৪,৯৫,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  9. Question: ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকালে ক্রেতা কর্তৃক ব্যাংক হিসাবে সরাসরি জমা’কে-

    A
    নগদান বহিতে ব্যাংকের জের হতে বাদ দিতে হবে

    B
    ব্যাংকের পাসবহি অনুসারে ব্যাংকের জের হতে বাদ দিতে হবে

    C
    নগদান বহির ব্যাংকের জেরের সাথে যোগ করতে হবে

    D
    ব্যাংকের পাসবই অনুসারে ব্যাংকের জেরের সাথে যোগ করতে হবে

    E
    কোন সমন্বয়ের দরকার নেই

    Note: Not available
    1. Report
  10. Question: লিপিবদ্ধকরণের দৃষ্টিকোণ হতে ‘জাবেদা’ খতিয়ান’ এর মধ্যে সম্পর্ক কী?

    A
    একটি আর একটির সাথে সম্পর্কযুক্ত

    B
    একেবারেই সম্পর্কযুক্ত নয়

    C
    খতিয়ানে লিপিবদ্ধকরণের উৎস হল জাবেদা

    D
    দুইটির প্রত্যেকটিই জের দেখায়

    E
    দুইটির প্রত্যেকটিই আর্থিক বিবরণী প্রস্তুতের উৎস

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd