বিবিধ প্রসঙ্গ
 
  1. Question: চলতি দায় পরিশোধ করার ক্ষমতা কোনটি দিয়ে পরিমাপ করা যায়?

    A
    ইনভেনটরি টার্নওবার

    B
    সংগ্রহের গড় দিন

    C
    এসিড টেস্ট অনুপাত

    D
    বিনিয়োগের উপর অর্জন

    E
    মুনাফার অনুপাত

    Note: Not available
    1. Report
  2. Question: অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধনী তহবিল বলতে বোঝায়-

    A
    একটি নির্দিষ্ট কালের আয় ও ব্যয়ের পার্থক্য

    B
    একটি নির্দিস্ট কালের নগদ গ্রহণ ও পরিশোধের পার্থক্য

    C
    একটি নির্দিস্ট কালের সম্পত্তি ও দায়ের পার্থক্য

    D
    একটি নির্দিষ্ট দিনের সম্পত্তি দায়ের পার্থক্য

    E
    মোট প্রাপ্ত দান

    Note: Not available
    1. Report
  3. Question: অর্থ সংস্থান বিল লেখা হয়-

    A
    দেনাদারের প্রাপ্য মেটানোর জন্যৗ

    B
    মূল্যবান প্রতিদানের বিপরীতে অর্থ উত্তোলনেরজন্য

    C
    ধারে ব্যবসায় করার সুযোগ সৃষ্টি করার জন্য

    D
    কোনো প্রতিদান ছাড়া অর্থ উত্তোলনের জন্য

    E
    মেয়াদান্ত পর্যন্ত ধরে রাখার জন্য

    Note: Not available
    1. Report
  4. Question: ’কর্মচারীদের উৎসব বোনাস দেওয়া হল’ এর জাবেদা হবে-

    A
    বেতন ও ভাতা হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

    B
    নগদান হিসাব ডেবিট, বেতন ও ভাতা হিসাব ক্রেডিট

    C
    উৎসব বোনাস হিসাব ডেবিট, বেতন হিসাব ক্রেডিট

    D
    বেতন হিসাব ডেবিট, উৎসব বোনাস হিসাব ক্রেডিট

    E
    উপরের কোনটাই নয়

    Note: Not available
    1. Report
  5. Question: ধারে বিক্রয় ৬০০ টাকা বিক্রয় হিসাব ও দেনাদার হিসাবে ক্রেডিট করা হয়েছে। এর প্রভাব কী?

    A
    দেনাদার হিসাবের জের ১,২০০ টাকা কম হয়েছে

    B
    দেনাদার হিসাবের জের ৬০০ টাকা কম হয়েছে

    C
    উৎসব বোনাস হিসাব ডেবিট, বেতন হিসাব ক্রেডিট

    D
    বেতন হিসাব ডেবিট, উৎসব বোনাস হিসাব ক্রেডিট

    E
    উপরের কোনটাই নয়

    Note: Not available
    1. Report
  6. Question: ২০১০ সালের ১ জানুয়ারি তারিখে ৩০,০০০ টাকায় একটি যন্ত্র কেনা হয় যার কার্যকরী আয়ুস্কাল ১৫ বৎসর। ১৫% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে ২০১২ সালের ৩১ ডিসেম্বর তারিখে জমাকৃত অবচয় হিসাবের জের কত হবে?

    A
    প্রায় ৪,৫০০ টাকা

    B
    প্রায় ৮,৩২৫ টাকা

    C
    প্রায় ১১,৫৭৬ টাকা

    D
    প্রায় ১৪,৩৪০ টাকা

    E
    প্রায় ১৬,২৩২ টাকা

    Note: Not available
    1. Report
  7. Question: নিচের কোনটি ব্যাংক সমন্বয় বিবরণীর বিষয় নয়?

    A
    একজন সরবরাহকারীকের ১০,০০০ টাকার চেক দেয়া হয়েছে কিন্তু তা ব্যাংকে উপস্থাপন করাহয়নি

    B
    একজন ক্রেতার নিকট থেকে ১২,০০০ টাকার একটি চেক পাওয়া গেছে কিন্তু তা ব্যাংকে জমা দেয়া হয়নি

    C
    ব্যাংক ১৫০০ টাকা ব্যাংক চার্জ এর জন্য মক্কেলদের হিসাব ডেবিট করেছে

    D
    ব্যাংক ২৫,০০০০ টাকার স্থলে ৫২,০০০ টাকা ক্রেডিট করেছে

    E
    পোষ্ট ডেটের জন্য ব্যাংক ৫১,০০০ টাকা একটি চেক প্রত্যাখান করেচে

    Note: Not available
    1. Report
  8. Question: যদি ২০০৭ সালে আয়কর কম দেখানো হয়, তবে পরবর্তী সালের মুনাফায় এর প্রভাব হবে-

    A
    ঐ বছরের জন্য মুনাফা কমে যাবে

    B
    ঐ বছরের জন্য মুনাফা বেড়ে যাবে

    C
    মোট মুনাফা কমে যাবে

    D
    মোট মুনাফা বেড়ে যাবে

    E
    মুনাফা কোন প্রভাব পড়বে না

    Note: Not available
    1. Report
  9. Question: নিচের কোনটি মূলধন জাতীয় আয়ের উদাহরণ নয়?

    A
    কারবার গঠন হবার আগের আয়

    B
    যন্ত্রপাতি বিক্রয় হতে আয়

    C
    শেয়ার বাজেয়াপ্ত হতে আয়

    D
    পরিত্যক্ত/নষ্ট জিনিসপত্র বিক্রয় হতে আয়

    E
    জমি পূনমূল্যায়ন হতে আয়

    Note: Not available
    1. Report
  10. Question: উদ্ধর্তপত্র এবং লাভ-ক্ষতি হিসাব প্রস্তুতের জন্য ১৯৯৪ সালের কোম্পানী আইনের কোন তফসিলে এর নির্দেশনা ব্যাখা করা হয়েছে?

    A
    তফসিল-৮

    B
    তফসলি-৯

    C
    তফসিল-১০

    D
    তফসিল-১১

    E
    তফসিল ১২

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd