বিবিধ প্রসঙ্গ
 
  1. Question: কালীন মজুদ পদ্ধতিতে, সরবরাহকারীর নিকট ফেরত পাঠিয়ে লিপিবদ্ধ করার সময় ক্রেডিট হবে-

    A
    মজুদ পণ্য

    B
    ক্রয়

    C
    বিক্রয় ফেরত ও বাদসমূহ

    D
    ক্রয় বাট্টা

    E
    ক্রয় ফেরত

    Note: Not available
    1. Report
  2. Question: বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করা হয়-যোগ করে।

    A
    আন্তঃপরিবহনের সাথে নীট ক্রয়

    B
    প্রারম্ভিক মজুদের সাথে নীট ক্রয়

    C
    প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় এবং আন্তঃপরিবহণ

    D
    প্রারম্ভিক মজুদের সাথে ক্রয়কৃত পন্যের ব্যয়

    E
    প্রারম্ভিক মজুদের সাথে আন্তঃপরিবহণ

    Note: Not available
    1. Report
  3. Question: মুদ্রা স্ফীতির কালে কোন ব্যয় প্রবাহ পদ্ধতি সর্বনিম্ন আয়কর করবে?

    A
    আগে আসলে আগে যা পদ্ধতি

    B
    পরে আসলে আগে যায় পদ্ধতি

    C
    গড় ব্যয় পদ্ধতি

    D
    মোট মুনাফা পদ্ধতি

    E
    উপরের কোনটিিই নয়

    Note: Not available
    1. Report
  4. Question: যখন মজুদ পণ্যের মূল্য ইহার মূল্যের চেয়ে কম হয়, তখন ইহা লিপিবদ্ধ হয়েছে-

    A
    আগে আসলে আগে যায় মূল্যে

    B
    পরে আসলে আগে যায় মূল্য

    C
    বাজার মূল্য

    D
    গড় ব্যয় মূল্য

    E
    কোনটিই সঠিক নয়

    Note: Not available
    1. Report
  5. Question: "ক্রয়মূল্য ও বাজার মূল্যের মধ্যে যেটি কম (LCM)" পদ্ধতিতে বাজার মূল্য বলতে বুঝায়:

    A
    আগে আসলে আগে যায় মূল্য

    B
    পরে আসলে আগে যায় মূল্য

    C
    চলতি পুনঃস্থাপনব্যয়

    D
    বিক্রয়মূল্য

    E
    উপরের কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  6. Question: সমাপনী মজুদ কম দেখালে বেশি দেখানো হবে-

    A
    সম্পত্তি

    B
    বিক্রিত পণ্যের ব্যয়

    C
    নীট আয়

    D
    মালিকানা স্বত্ব

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  7. Question: কোনটি ডেবিট মেমোর‌্যান্ডাম নয়?

    A
    ব্যাংক সুদ

    B
    অপর্যাপ্ত তহবিল চেক

    C
    ব্যাংক সার্ভিস চার্জ

    D
    ব্যাংকের ভুলসমূহ

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  8. Question: নিম্নের একটি ব্যতীত সবগুলোর জন্য জমাদানকারী (আমানতকারী) কর্তৃক জাবেদা দাখিলা আবশ্যক।

    A
    প্রাপ্য নোটের অর্থ আদায়

    B
    অপর্যাপ্ত তহবিল চেক

    C
    ব্যাংক সার্ভিস চার্জ

    D
    ব্যাংকের ভূলসমূহ

    E
    অর্জিত সুদ

    Note: Not available
    1. Report
  9. Question: ”সন্দেহজনক হিসাব সমূহের জন্য বরাদ্দ” বা “কুঋণ সঞ্চিতি”

    A
    আর্থিক বৎসর শেষে বন্ধ করা হয়

    B
    একটি পরিচালন খরচ

    C
    একটি বিপরীত (প্রতি) সম্পত্তি হিসাব

    D
    উদ্ধর্তপত্রে প্রাপ্য হিসাবের সাথে যোগ করা হয়

    E
    একটি মালিকানা স্বত্বের উদাহরণ

    Note: Not available
    1. Report
  10. Question: বরাদ্দ পদ্ধতিতে “আনুমানিক অনাদায়যোগ্য প্রাপ্যসমূহ”-এর জন্য ক্রেডিট করা হয়-

    A
    কুঋণ খরচ

    B
    প্রাপ্য হিসাব

    C
    সন্দেহজনক হিসাবসমূহের জন্য বরাদ্দ

    D
    অনাদায়যোগ্য হিসাব খরচ

    E
    কোনটিই নয় সঠিক নয়

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd