ব্যয় ও ব্যয়ের শ্রেণিবিভাগ
 
  1. Question: প্রারম্ভিক কাঁচামাল ১৫,০০০ টাকা, সমাপনী মজুদ ৩৯,০০০ টাকা, ক্রয় ৪৫,০০০ টাকা। ব্যবহৃত কাঁচামাল ব্যয় কত

    A
    ২১,০০০ টাকা

    B
    ৫৪,০০০ টাকা

    C
    ৬০,০০০ টাকা

    D
    ৯৯,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  2. Question: কাঁচামাল ক্রয় ৩০,০০ টাকা, কাঁচামালের আনয়নের পরিবহন ২,৫০০ টাকা, ক্রয় ফেরত ৫,০০০ টাকা, বিক্রয় পরিবহণ ৫,০০ টাকা, কাঁচামালের সমাপনী মজুদ ১০,০০০ টাকা ও কারখানা বেতন ১০,০০০ টাকা। ব্যবহৃত কাঁচামালের মূল্য কত?

    A
    ১২,৫০০ টাকা

    B
    ১৭,৫০০ টাকা

    C
    ২২,৫০০ টাকা

    D
    ২৭,৫০০ টাকা

    Note: Not available
    1. Report
  3. Question: অপরাজিতা লিমিটেড এর বিক্রি ৫,০০,০০০ টাকা, অফিস ভাড়া ৪০,০০০ টাকা, তৈরি পন্যের সমাপনী মজুদ ৬০,০০০ টাকা এবং বিক্রীত পন্যের ব্যয় ৪,০০,০০০ টাকা হলে মোট মুনাফার পরিমাণ কত?

    A
    ১,০০,০০০ টাকা

    B
    ৮০,০০০ টাকা

    C
    ৬০,০০০ টাকা

    D
    ৪০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  4. Question: রায় লিমিটেডের জুলাই মাসের খরচসমূহ নিম্নরূপ: কারখানা ভাড়া ৪৫,০০০ টাকা, মজুরি ৭৫,০০০ টাকা, ব্যবস্থাপকের সম্মানী ৬০,০০০ টাকা এবং বিক্রয় ও বন্টন খরচ ১৫,০০০ টাকা। রায় লিমিটেডের বাণিজ্যিক খরচের পরিমাণ কত?

    A
    ৭৫,০০০ টাকা

    B
    ১,২০,০০০ টাকা

    C
    ১,৩৫,০০০ টাকা

    D
    ১,৫০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  5. Question: একটি উৎপানকারী প্রতিষ্ঠানের বিক্রীত পণ্যের ব্যয় ৩,০০,০০০ টাকা, বিক্রয়মূল্যের ওপর মোট লাভের হার ২০% হলে বিক্রয়মূল্য কত?

    A
    ৩,০০,০০০ টাকা

    B
    ৩,৬০,০০০ টাকা

    C
    ৩,৭৫,০০০ টাকা

    D
    ৪,০০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  6. Question: কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক তৈরি করতে যে অতিরিক্ত ব্যয় হয় তাকে বলে-

    A
    উৎপাদন ব্যয়

    B
    অতিরিক্ত ব্যয়

    C
    মাত্রাতিরিক্ত ব্যয়

    D
    প্রান্তিক ব্যয়

    Note: Not available
    1. Report
  7. Question: একটি দ্রব্য উৎপাদনের মাল খরচ ২,০০০ টাকা, শ্রম খরচ ৬০০ টাকা, কারখানা উপরিব্যয় মূল্য ব্যয়ের ২০%। প্রশাসনিক ব্যয় ৮০০ টাকা, বিক্রয় খরচ ৪০০ টাকা, মুনাফা বিক্রয় মূল্যের ২৫%। মুনাফার পরিমাণ কত?

    A
    ৯০০ টাকা

    B
    ১,১০০ টাকা

    C
    ১,৪৪০ টাকা

    D
    ১,৬০০ টাকা

    Note: Not available
    1. Report
  8. Question: কোন ব্যয়টি রূপান্তর খরচের অংশ নয়?

    A
    মজুরি

    B
    কারখানার বিদ্যুৎ খরচ৭

    C
    যন্ত্রপাতির খরচ

    D
    আন্তঃপরিবহন

    Note: Not available
    1. Report
  9. Question: একজন উৎপাদনকারীর ১০০ একক পণ্য উৎপাদন করতে নিম্নলিখিত খরচগলো হয়েছে: কাঁচামাল ১৫,০০০ টাকা, মজুরি ৬,০০০ টাকা, কারখানা উপরিব্যয় কাঁচামালের ২০% এবং বিক্রয় খরচ কারখানা উপরিব্যয়ের ২০০%। প্রতি একক কত টাকায় বিক্রি করলে বিক্রির ওপর ২৫% লাভ হবে?

    A
    ৩০০ টাকা

    B
    ৩৬০ টাকা

    C
    ৩৭৫ টাকা

    D
    ৪০০ টাকা

    Note: Not available
    1. Report
  10. Question: প্রারম্ভিক মজুদ পণ্য ২৫০ একক, সারা বছরের উৎপাদন ৮০০ একক এবং সমপনী মজুদ পণ্য ১৫০ একক। সারা বছেরের মুনাফা ৯০,০০০ টাকা হলে এককপ্রতি মুনাফা কত?

    A
    ৮৫.৭১ টাকা

    B
    ১০০.০০ টাকা

    C
    ১১২.৫০ টাকা

    D
    ১১৫.০০ টাকা

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd