যৌথূ মূলধনী কোম্পাানির আর্থিক বিবরণী
 
  1. Question: নগদ ৬,০০০ টাকা; বিক্রয় ১,৪৩,০০০ টাকা; অবচয় ৪,০০০ টাকা; লভ্যাং ৩,০০০ টাকা; অগ্রিম ভাড়া ১৪,০০০ টাকা; ভাড়া খরচ ৩, ৬০০ টাকা; বিক্রিত পণ্যের মূল্য ৬৯,০০০ টাকা; মজুরী ৪১,০০০ টাকা। নীট মুনাফা কত?

    A
    ২২, ৪০০ টাকা

    B
    ২৩,৮০০ টাকা

    C
    ২৫,৪০০ টাকা

    D
    ২২,৬০০ টাকা

    Note: এখানে নীট মুনাফা = বিক্রয়-বিক্রীত পণ্যের ব্যয়-মজুরি-অবচয়-ভাড়া খরচ (১,৪৩,০০০-৬৯,০০০-৪১,০০০-৪০০০-৩৬০০)টাকা =২৫,৪০০ টাকা
    1. Report
  2. Question: রহিম A কোম্পানি ১০ টাকা মূল্যমানের শেয়ার ২০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি ৩০ টাকা ৩০০০ টাকার শেয়ার ক্রয় করেন। বছর শেষে কোম্পানি ১০% নগদ লভ্যাংশ প্রদান করলে রহিম মোট কত টাকা লভ্যাংশ পাবে?

    A
    ৩০০ টাকা

    B
    ২০০ টাকা

    C
    ১০০ টাকা

    D
    ১০ টাকা

    Note: প্রকৃত শেয়ারের মূল্য নির্ণয়: শেয়ার সংখ্যা =৩০০০-৩০-১০০ টি ১০০ শেয়ারের প্রকৃত মূল্য =১০০x১০=১,০০০ টাকা। ১০% হারে ১০০০ টাকার লভ্যাংশ =১০০০০x১০%=১০০ টাকা
    1. Report
  3. Question: আর এফ এল কোম্পানীর প্রতিটি ১০ টাকা মূল্যের ১০,০০০ টি ৭% সঞ্চয়ী অগ্রধিকার শেয়ার এবং প্রতিটি ১০ টাকা মূল্যের ৫,০০০ টি সাধারণ শেয়ার রয়েছে। ২০১২ সালে কোম্পানীর নীট লাভ হয় ২০,০০০ টাকা এবং ২০১১ সালে নীট ক্ষতি হয় ১,০০০ টাকা। ২০১২ সালে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার মালিকরা কত টাকা লভ্যাংশ পাবে?

    A
    ৭,০০০ টাকা

    B
    ১৪,০০০ টাকা

    C
    ২০,০০০ টাকা

    D
    ২১,০০০ টাকা

    Note: সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে কোন বছর নীট মুনাফা না হয়ে নীট ক্ষতি হলেও নির্দিষ্ট হারে তাদের লভ্যাংশ সঞ্চিতি থাকে এবং যে বছর নীট মুনাফা হয় সে বছর সঞ্চিতি লভ্যাংশ সহ পরিশোধ করতে হয়। সুতরাং এখানে ২০১২ সালে লভ্যাংশ প্রদেয় হবে- ২০১১ সালের (১০x১০,০০০)x৭%=৭,০০০ টাকা ২০১২ সালের (১০x১০,০০০)x৭%=৭,০০০ টাকা = মোট ১৪,০০০ টাকা
    1. Report
  4. Question: রহিম A কোম্পানি ১০ টাকা মূল্যমানের শেয়ার ২০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি ৩০ টাকা ৩০০০ টাকার শেয়ার ক্রয় করেন। বছর শেষে কোম্পানি ১০% নগদ লভ্যাংশ প্রদান করলে রহিম মোট কত টাকা লভ্যাংশ পাবে?

    A
    ৩০০ টাকা

    B
    ২০০ টাকা

    C
    ১০০ টাকা

    D
    ১০ টাকা

    Note: প্রকৃত শেয়ারের মূল্য নির্ণয়: শেয়ার সংখ্যা =৩০০০-৩০-১০০ টি ১০০ শেয়ারের প্রকৃত মূল্য =১০০x১০=১,০০০ টাকা। ১০% হারে ১০০০ টাকার লভ্যাংশ =১০০০০x১০%=১০০ টাকা
    1. Report
  5. Question: স্থায়ীত্বের ক্রমানুষারে উদ্ধৃত্বের দায় পাশে কোনটি প্রথম বসবে?

    A
    প্রদেয় বিল

    B
    ঋণপত্র

    C
    নীট মুনাফা

    D
    মূলধন

    Note: স্থায়ীত্বের ক্রমানুসারে উদ্ধর্তপত্রে বা আর্থিক অবস্থার বিবরণীতে দায় পাশ্বে দীর্ঘমেয়াদী দায় ঋণপত্রের প্রথমে বসে।
    1. Report
  6. Question: একটি কোম্পানির নীট লাভ ৭০,০০০ টাকা, প্রতিটি ১০ টাকা মূল্যের ৬% অগ্রাধিকার শেয়ার মূলধন ৫,০০,০০০ টাকা এবং প্রতিটি ১০০০ টাকা মূল্যের ১০,০০০ সাধারণব শেয়ার রয়েছৈ। শেয়ার প্রতি আয় কত টাকা?

    A
    ৪ টাকা

    B
    ৭ টাকা

    C
    ৬ টাকা

    D
    ০.১৪ টাকা

    Note: Not available
    1. Report
  7. Question: শেয়ার থেকে অর্জিত আয়কে বলা হয়-

    A
    সুদ

    B
    লভ্যাংশ

    C
    মুনাফা

    D
    আয়

    Note: শেয়ার থেকে অর্জিত আয়কে লভ্যাংশ বলা হয়।
    1. Report
  8. Question: পরিপূরক তহবিল কি?

    A
    কোম্পানির নীট ক্ষতি

    B
    শেয়ার অবহার

    C
    প্রাথমিক খরচ

    D
    ট্রেডমার্ক

    Note: পরিপূরক তহবিল বলতে বুঝায় নঠি ক্ষতির বিপরীতে যে তহবিল রাখা হয়।
    1. Report
  9. Question: টাকার অবমূল্যায়ন-

    A
    আমদানি বৃদ্ধি করে

    B
    রপ্তানি হ্রাস করে

    C
    রপ্তানি ‍বৃদ্ধি করে

    D
    শেয়ার হস্তান্তর করে

    Note: টাকার অবমূরল্যায়ন রপ্তানিকে বৃদ্ধি করে।
    1. Report
  10. Question: শ্রেণীবিন্যাসকৃত স্থিতিপত্রে যন্ত্রাংশ অন্তর্ভুক্ত হয়?

    A
    বিনিয়োগ

    B
    স্থায়ী সম্পদে

    C
    চলতি সম্পদে

    D
    সম্ভাব্য সম্পদে

    Note: খুচরা যন্ত্রাংশ বা যন্ত্রাংশ শ্রেণিবিন্যাসকৃত স্থিতিপত্রের চলতি সম্পদের অন্তর্ভুক্ত করে হিসাবে দেখানো হয়।
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd