যৌথ মূলধনী কোম্পানির মূলধন
 
  1. Question: বর্তমানে বাংলাদেশে বলবৎযোগ্য কোম্পানী আইনটি কোন সালে প্রণীত হয়?

    A
    ১৯১৩ সালে

    B
    ১৯৩২ সালে

    C
    ১৯৮৪ সালে

    D
    ১৯৯১ সালে

    E
    কোনটিই নয়

    Note: বর্তমানে বাংলাদেশে বলবৎযোগ্য কোম্পানী আইন ১৯৯৪ সালের। যার আলোকে কোম্পানীসমূহ গঠিত ও পরিচালিত হয়।
    1. Report
  2. Question: শেয়ার আবেদন হিসাব কোন প্রকারের হিসাব?

    A
    নামিক হিসাব

    B
    ব্যক্তিবাচক হিসাব

    C
    সম্পত্তিবাচক হিসাব

    D
    দায়বাচক হিসাব

    E
    কোনটিই নয়

    Note: শেয়ার আবেদনকে সাধারণত প্রাথমিকভাবে ব্যক্তিবাচক হিসাবে হিসেবে গণ্য করা হয়।
    1. Report
  3. Question: বাজেয়াপ্তকৃত একটি শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা, তলবকৃত মূল্য টাকা এবং পরিশোধিত মূল্য ৬০ টাকা হলে শেয়ার মূলধন হিসেবে ডেবিট হবে

    A
    ১০০ টাকা

    B
    ৬০ টাকা

    C
    ৮০ টাকা

    D
    ৪০ টাকা

    E
    ২০ টাকা

    Note: বাজয়োপ্তকৃত শেয়ারের তলবকৃত মল্য দ্বারা শেয়ারমূলধন হিসাব ডেবিট করতে হয়। সুতরাং এখানে মূলধন হিসাবে ডেবিট হবে ৮০ টাকা।
    1. Report
  4. Question: নিচের কোনটি ছাড়া অগ্রাধিকার শেয়ারের সাধারণ শেয়ার এর উপর অগ্রাধিকার আছে?

    A
    লভ্যাংশ

    B
    অবসায়নকালীন সম্পত্তি

    C
    পুঞ্জিভূত লভ্যাংশ

    D
    ভোট প্রদান

    E
    কোনটিই নয়

    Note: এখানে ভোট প্রদান ছাড়া বাকী সবগুলোতে অগ্রাধিকার শেয়ারের অগ্রাধিকার রয়েছৈ।
    1. Report
  5. Question: কোন ধরনের শেয়ার মালিকদের হার সর্বদা অনিশ্চিত পরিবর্তনশীল?

    A
    সাধারণ শেয়ার

    B
    অগ্রাধিকার শেয়ার

    C
    সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার

    D
    অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার

    E
    কোনটিই নয়

    Note: সাধারণ শেয়ার মালিকদের লভ্যাংশের হার সর্বদা অনিশ্চিত পরবর্তনশীল।
    1. Report
  6. Question: কোম্পানীর পুঁজি সংগ্রহের সাথে যে বিষয়টি সম্পর্কিত নয়?

    A
    ঋণপত্র বিক্রয়

    B
    ঋণগ্রহণ

    C
    লভ্যাংশ পত্রপ্রদান

    D
    অসঞ্চয়ী অগ্রাধিকারযুক্ত শেয়ার প্রদান

    E
    সঞ্চিতি তহবিল গঠন

    Note: এখানে ঋণপত্র বিক্রয়, ঋণগ্রহণ, অসঞ্চয়ী অগ্রাধিকারযুক্ত শেয়ার প্রদান, সঞ্চিতি তহবিল গঠন সবই কোম্পানির মূলধন বা পুঁজি সংগ্রহের উৎস হিসেবে বিবেচিত। কিন্তু লভ্যাংশ পত্রপ্রদান পুঁজি সংগ্রহের উৎস নয়। এটি শেয়ার হোল্ডারদের প্রদত্ত লভ্যাংশ সংক্রান্ত ডকুমেন্ট। ার মাধ্যমে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ সংগ্রহ করে থাকে।
    1. Report
  7. Question: ব্যাংক তার শেয়ার বিক্রি করে যে মূলধন সংগ্রহ করে তাকে বলে:

    A
    রিজার্ভ

    B
    পরিশোধিত মূলধন

    C
    সঞ্চিতি তহবিল

    D
    ঋণকৃতত তহবিল

    E
    আমানত

    Note: Not available
    1. Report
  8. Question: শেয়ার বাজারে কোন কোম্পানির শেয়ার মূল্যের অস্বাভাবিক বড় পরিবর্তন আটকানোর জন্য এস ই যে আইন ব্যবহার করে তা হলো-

    A
    শেয়ার বাজেয়াপ্তকরণ

    B
    শেয়ার পুনঃবিলিকরণ

    C
    সার্কিট ব্রেকার প্রদান

    D
    জেড ক্যাগরিকগণ

    E
    ওভার দি-কাউন্টার নীতি।

    Note: শেয়ার বাজারে কোন কোম্পানির শেয়ার মূল্যের অস্বাভাবিক পরিবর্তন আটকানোর জন্য নিয়ন্ত্রন সংস্থা এসইসি সার্কিট ব্রেকার প্রদান করে থাকে।
    1. Report
  9. Question: কোন কোম্পানি রাইট শেয়ারের ইস্যু করলে তা পারে-

    A
    শুধু প্রাইমারি শেয়ার হোল্ডাররা

    B
    নতুন শেয়ার ক্রেতা

    C
    বর্তমান শেয়ার হোল্ডাররা

    D
    পরিচালকরা

    E
    প্রাক্তন শেয়ার হোল্ডাররা

    Note: রাইট শেয়ার ইস্যু করলে তা বর্তমান শেয়ার হোল্ডারগণ পাবে।
    1. Report
  10. Question: পাবলিক লি: কোম্পানি তার শেয়ার বা ঋণপত্র বিক্রয়ের নিশ্চয়তা বিধানের জন্য যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়োগ দেয় এবং যারা শেয়ার বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে তাদেরকে কি বলা হয়?

    A
    শেয়ার হোল্ডার

    B
    অবলেখক

    C
    কোম্পানী সচিব

    D
    জেনারেল ম্যানেজার

    Note: পাবকিল লি: কোম্পানি শেয়ার বাজারে বা জনসাধারণের নিকট শেয়ার বা ঋণপত্র বিক্রয়ের নিশ্চয়তা বিধানের জন্য যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়োগ দেয় এবং যাা শেয়ার বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে তদেরকে অবলেখক বলা হয়।
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd