হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: হিসাব সম্পর্কে কোন উক্তিটি সত্য?

    A
    হিসাবের সাধারণ ছকে দুইটি অংশ থাকে

    B
    হিসাব হলো একটি নির্দিস্ট সম্পত্তি, দায় অথবা মালিকানা স্বত্ব দফার বৃদ্ধি ও হ্রাসের স্বতন্ত্র হিসাব-নিকাশ রেকর্ড

    C
    সম্পত্তি ও দায়ের পৃথক পৃথক হিসাব থাকে কিন্তু মালিকানা স্বত্বের শুধু একটি হিসাব থাকে

    D
    হিসাবের বাম দিক হল ক্রেডিট অথবা হ্রাসের দিক

    Note: Not available
    1. Report
  2. Question: কোন কোম্পানীর নীট আয় ২৪,০০০ টাকা; নীট বিক্রয় ৪,০০,০০০ টাকা; এবং গড় সম্পত্তি ৬,০০,০০০ টাকা। তবে সেই কোম্পানীর প্রান্তিক মুনাফার হার হবে-

    A
    ৬%

    B
    ১৩%

    C
    ২০০%

    D
    ৪%

    Note: Not available
    1. Report
  3. Question: অনুপার্জিত আয়ের সমন্বয়-

    A
    দায় হ্রাস ও আয় বৃদ্ধি করে

    B
    সম্পত্তি ও আয় হিসাবের সম্পর্কে বুঝায়

    C
    সম্পত্তি ও আয় বৃদ্ধি করে

    D
    আয় ও সম্পত্তি হ্রাস করে

    Note: Not available
    1. Report
  4. Question: মাসের নীট বিক্রয়৥ ৮,০০,০০০ টাকা এবং প্রত্যাশিত কুঋণ নীট বিক্রয়ের ১.৫%। যদি সমন্বয়ের পূর্বে কুঋন সঞ্চিতি হিসাবে ক্রেডিট জের ১৫,০০০ টাকা হয়ে থাকে তবে সমন্বয়ের পর কুঋণ সঞ্চিতির জের কত হবে?

    A
    ১৫,০০০ টাকা

    B
    ২৭,০০০ টাকা

    C
    ২৩,০০০ টাকা

    D
    ৩১,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  5. Question: সমাপনী প্রক্রিয়ায় সমাপন করার জন্য পৃথক পৃথক দাখিলায় অন্তর্ভুক্ত হয় (১) ব্যযসমূহ (২) উত্তোলন (৩) আয়সমূহ এবং (৪) আয় সারাংশ। দাখিলাগুলোর সঠিক পর্যায়ক্রমে/অনুক্রম হবে:

    A
    (৪), (৩), (২), (১)

    B
    (১), (২), (৩), (৪)

    C
    (৩), (১), (৪), (২)

    D
    (৩), (২), (১), (৪)

    Note: Not available
    1. Report
  6. Question: সমাপ্তি এন্ট্রি প্রদানের পর যে হিসাবে শূণ্য জের দেখায় তা হল:

    A
    সেবা রাজস্ব

    B
    বিলম্বিত বিজ্ঞাপণ

    C
    পূর্ব পরিশোধিত বীমা

    D
    জমাকৃত অবচয়

    Note: Not available
    1. Report
  7. Question: যে নীতি আয় ও ব্যয়কে সমন্বয়ের নির্দেশ প্রদান করে তা হল:

    A
    মিলকরণ নীতি

    B
    ক্রয়মূল্য নীতি

    C
    হিসাবকাল নীতি

    D
    আয় স্বীকৃতি নীতি

    Note: Not available
    1. Report
  8. Question: সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে ক্যাথি সিস্কা ৪০০ টাকা বেতন অর্জন করেছে। তাকে অক্টোবর ১ তারিখে পরিশোধ করা হবে। সেপ্টেম্বর ৩০ তারিখে ক্যাথির চাকুরীদাতার সমন্বয় দাখিলা হবে-

    A
    কোন দালিখার প্রয়োজন হবে না

    B
    বেতন খরচ ডেবিট ৪০০ টাকা; প্রদেয় বেতন ক্রেডিট ৪০০ টাকা

    C
    বেতন খরচ ডেবিট ৪০০ টাকা; নগদ ক্রেডিট ৪০০ টাকা

    D
    প্রদেয় বেতন ডেবটি ৪০০ টাকা, নগদ ক্রেডিট ৪০০ টাকা

    Note: Not available
    1. Report
  9. Question: একটি পণ্য ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠান কর্তৃক হিসাবকালে একের বেশিবার ক্রয় করা সাপেক্ষে দাম বৃদ্ধির পরিস্থিতির মজুদ পণ্য মূল্যায়নের কোন পদ্ধতি অবলম্বন কররে মজুদ পন্যের মূল্য বেশি দেখাবে?

    A
    লিফো

    B
    ফিফো

    C
    সাধারণ গড়

    D
    ভারযুক্ত গড়

    E
    চলমান গড়

    Note: Not available
    1. Report
  10. Question: কালান্তিক মজুদ পদ্ধতি ব্যবহার করে এমন পণ্য ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানের রেওয়ামিলে কোন হিসাবটি পাওয়া যাবে না?

    A
    বিক্রয় বাট্টা হিসাব

    B
    ক্রয় হিসাব

    C
    আন্তঃপরিবহণ খরচ হিসাব

    D
    বিক্রিত পন্যের হিসাব

    E
    প্রারম্ভিক মজুদ হিসাব

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd