Question: রমেন ও জনি দুজন অশীদার। তারা ৪:৩ অনুপাতে মুনাফা ভাগ করে। মামুনকে ২/৫ অংশ মুনাফা প্রদানের চুক্তিতে তারা ব্যবসায়ের নতুন অংশীদার হিসাবে গ্রহণ করলে, তাদের মুনাফা বণ্টনের নতুন অনুপাত কত হবে?
Question: ২০১৪ সনের ২০ আগষ্ট দেনাদার এবং সন্দেহজনক ঋণ সঞ্চিতির পরিমাণ ছিল যথাক্রমে ১,৫০,০০০ টাকা ও ৬,০০০ টাকা। ২০১৪ সনের কুঋণের পরিমাণ দাঁড়ায় ৪,০০০ টাকা। সন্দেহজনক ঋণের জন্য দেনাদারের উপর ৫% হারে সঞ্চিতি রাখতে হবে।