Question: একটি কোম্পানি ১৯৭৭ সালের ১লা জানুয়ারি তারিখে ৮০,০০০ টাকায় একটি দালান ক্রয় করে। ১৯৮১ সালের ডিসেম্বর মাসে উক্ত দালানের নীট বেই মূল্য ৬৪,০০০ টাকা এবং বাজার মূল্য ১,০০,০০০ টাকা ছিল। ১৯৮২ সালের ১লা জানুয়ারি তারিখে দালানটি সম্পূর্ণভাবে আগুনে বিনষ্ট হয়। বীমা কোম্পানি বীমা দাবি বাবদ ৭২,০০০ টাকা পরিশোধ করে। মুনাফা অথবা ক্ষতি কত টাকাছিল?
Question: এবিসি কোম্পানি ব্যাংকের নিকট ১০,০০০ টাকার ৯০ দিন মেয়াদী সুদবিহীন একটি নোট ইস্যু করল। যদি নোটটি ১০% বাট্টায় ভাঙ্গানো হয়, তবে এবিসি কোম্পান কত টাকা পাবে।
Question: ক ও খ দুইজন অংশীদার। তারা সমান অনুপাতে মুনাফা বণ্টন করে। গ ভবিষ্যত ২০% মুনাফার অংশীদারিত্বে কারবারে যোগদান করে। ক, খ ও গ এর নতুন মুনাফার অনুপাত কত?