হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: রেওয়ামিল প্রণয়ন হিসাব চক্রের কোন ধাপ?

    A
    ২য় ধাপ

    B
    ৩য় ধাপ

    C
    ৪র্থ ধাপ

    D
    ৫ ম ধাপ

    E
    ১ম ধাপ

    Note: Not available
    1. Report
  2. Question: ‘অনাদায়ী দেনা’ কিভাবে প্রাথমিক বহিতে লিপিবদ্ধ করা হয়?

    A
    কু-ঋণ হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট

    B
    দেনাদার হিসাব ডেবিট কু-ঋণ হিসাব ক্রেডিট

    C
    লাভ-লোকসান হিসাব ডেবিট কু-ঋন হিসাব ক্রেডিট

    D
    কু-ঋণ হিসাব ডেবিটলোভ-লোকসান হিসাব ক্রেডিট

    E
    কু-ঋণ হিসাব ডেবিট পাওনদার হিসাব ক্রেডিট

    Note: Not available
    1. Report
  3. Question: বিনিময় বিল কে তৈরি করে?

    A
    ক্রেতা

    B
    বিক্রেতা

    C
    তৃতীয় পক্ষ

    D
    ব্যাংক

    E
    পক্ষই নয়

    Note: Not available
    1. Report
  4. Question: চলতি অনুপাতের মানদন্ড কত?

    A
    ১:১

    B
    ১:২

    C
    ২:১

    D
    ২:৩

    E
    ৩:২

    Note: Not available
    1. Report
  5. Question: চুক্তির অবর্তমানে অংশীদারগণ কিভাবে লাভের বন্টন করে?

    A
    মূলধনের অনুপাত

    B
    সমান অুনপাত

    C
    অসমানুপাতিক হারে

    D
    অংশীদারদের বিক্রয় দক্ষতার অনুপাতে

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  6. Question: রেওয়ামিল প্রণয়নের মাধ্যমে কোন ভুল ধরা পড়ে?

    A
    নীতির ভুল

    B
    লেখার ভুল

    C
    দ্বৈত লেখার ভুল

    D
    বাদ পড়ার ভুল

    E
    গাণিতিক ভুল

    Note: Not available
    1. Report
  7. Question: সমাপনী মজুত পণ্য কিভাবে মূল্যায়িত হয়ে হিসাব প্রদর্শিত হয়?

    A
    ব্যয় মূল্য ও বাজার মূল্য যেটি বড়

    B
    ব্যয় মূল্যে

    C
    বাজার মূল্যে

    D
    ব্যয় মূল্য বা বাজার মূল্য যেটি কম

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  8. Question: নিম্নে কোনটি সঠিক?

    A
    মোট মুনাফা=বিক্রয়-উৎপাদন ব্যয়

    B
    নীট মুনাফা=মোট মুনাফা-পরিচালন খরচ

    C
    মূলধন=মোট সম্পত্তি-পরিচালন খরচ

    D
    নীট কার্যকরী মূলধন=চলতি সম্পত্তি-চলতি দায়

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  9. Question: কোন দু’টি দফা উদ্ধৃত্তপত্রে এক সাথে দেখানো যায় না?

    A
    মূলধন ব্যয় এবং দীর্ঘমেয়াদী দায়

    B
    মূলধনী লাভ এবং মূলধনী ক্ষতি

    C
    মূলধনী এবং স্থায়ী সম্পত্তি

    D
    প্রাথমিক খরচ এবং বিলম্বিত দায়

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  10. Question: নিম্নের কোন স্থায়ী দায় হিসেবে চিহ্নিত করা হয়?

    A
    কারবারী পাওনাদার

    B
    মূলধন

    C
    উত্তোলন

    D
    ঋণপত্র

    E
    ব্যঅংক জমাতিরিক্ত

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd