Question: শুভ, মারুফ ও শ্বাশত তিনজন একত্রে সফটওয়্যার তৈরির একটি অংশীদারি ব্যবসায় চালায়। বিগত দু’ বছর তাদের ব্যবসায়ে বেশ সফলতা আসে। বর্তমানে ব্যবসায় মন্দা দেখা দেয়ায় শাশ্বত অপর দু’জনকে না জানিয়ে ব্যবসায়ে তার সম্পূর্ণ অংশ রনির নিকট বিক্রয় করে। ব্যবসায়ে তাদের কোন লিখিতি চুক্তি না থাকায় অংশীদারির বিলোপ কিভাবে ঘটবে?
Question: টুটুল ও রাতুল কারবারের মুনাফা ২ঃ১ অনুপাতে বণ্ট করে থাকে। তাদের মূলধন হিসাবের সমাপনি উদ্ধত্ত যথাক্রমে ৩,৬০,০০০ টাকা ও ২,০০,০০০ টাকা। বছর শেষে বণ্টনযোগ্য মুনাফা ৯০,০০০ টাকা। রাতুলের প্রারম্ভিক মূলধন কত?