হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: কোন উক্তিটি ভুল?

    A
    বিনিময় বিলে পাওনাদার হচ্ছেন আদেষ্টা

    B
    চেকের অত্যাবশকীয় পক্ষ চারটি-আদেষ্টা, আদিষ্ঠ, প্রাপক ও অনুমোদনকারী

    C
    বিনিময় বিলে আদেষ্টা ও আদিষ্ট উভয়ের স্বাক্ষর থাকা আবশ্যক

    D
    চেকের টাকা চাহিবামাত্র প্রদেয়

    E
    চেকে কোন ষ্ট্যাম্পের প্রয়োজন হয় না

    Note: Not available
    1. Report
  2. Question: ১ জানুয়ারি ২০১৪ তারিখে ৯০ দিন মেয়াদী একটি বিল প্রস্তুত ও স্বীকৃত হলো। মেয়াদ পূর্তির দিবস হবে-

    A
    ১ মার্চ, ২০১৫

    B
    ৪ এপ্রিল, ২০১৪

    C
    ৫ এপ্রিল, ২০১৪

    D
    ৪ মে, ২০১৪

    E
    ৪ এপ্রিল, ২০১৫

    Note: Not available
    1. Report
  3. Question: প্যাটেন্ট এক ধরনের আইনি-

    A
    অধিকার

    B
    সুরক্ষা

    C
    ব্যবসা

    D
    সুবিধা

    E
    সেবা

    Note: Not available
    1. Report
  4. Question: দরপত্রে কোন শব্দটি লেখা থাকলে গুদাম হতে পন্য গুদাম হতে পণ্য বোঝাই পর্যন্ত যাবতীয় ব্যয় রপ্তানিকারক বহন করতে হয় না?

    A
    F.O.B

    B
    F.K.S

    C
    Franco

    D
    Ex-ship

    E
    Loco

    Note: Not available
    1. Report
  5. Question: কোন বক্তব্যটি সঠিক?

    A
    সাদা প্রত্যয়নপত্র থাকলে পণ্য বোঝাইয়ের সাথে সাথে ভাড়া প্রদান করা হয়

    B
    জাহাজে পণ্য বোঝাইয়ের জন্য পণ্য বিবরণ হচ্ছে জাহাজের বিবৃতি

    C
    সমুদ্রে ক্ষতিগ্রস্থ পণ্য উদ্ধার করা হলে তাকে নিক্ষিপ্ত পণ্য বলে

    D
    নির্দিষ্ট সময়ে পণ্য খালাসে ব্যর্থ হলে আমাদানিকারক যে জাহাজ ভাড়া দেয় তা ‍সুপ্ত জাহাজ ভাড়া

    E
    সমুদ্রপথ পণ্যের ক্ষতি হলে তাকে অ্যাবারেজ বলা হয়

    Note: Not available
    1. Report
  6. Question: একটি চালকলের মালিক ২ লক্ষ টাকার ধান নিকে খরচ ও মুনাফা বাবদ ১ লক্ষ টাকা হিসেব করে সস্তা চাল রেস্তোরা মালিকদের নিকট বিক্রয় করে। যদি রেস্তোরার মালিক খরচ ও মুনাফা বাবদ ক্রয়মূল্যের ১০% বেশি দাম ধরে এবং মূল্য সংযোজন কর হার ১০% হয় তবে ভোক্তার প্রদেয় মূল্য সংযোজন কর কত টাকা হবে

    A
    ৩৬৩০০

    B
    ৩৩০০০

    C
    ৩০০০০

    D
    ৬৩০০

    E
    ৩৩০০

    Note: Not available
    1. Report
  7. Question: কোনটি মূলধন জাতীয় ব্যয়?

    A
    উৎপাদন ব্যয়

    B
    বিজ্ঞাপন ব্যয়

    C
    আমদানিকৃত কাঁচামালের আমদানি শুল্ক

    D
    যন্ত্রপাতি আমদানি শুল্ক

    E
    বিলম্বে পণ্য প্রেরণের ক্ষতিপূরণ

    Note: Not available
    1. Report
  8. Question: কোন বিবৃতি সঠিক?

    A
    নগদান বহি একদিকে জাবেদা আবার অন্যদিকে খতিয়ান

    B
    সাধারণ নগদান বহিতে ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশিত হয়

    C
    নগদান বহি প্রাথমিক হিসাবের বহি

    D
    নগদান বহি থাকলে খতিয়ান বহি অবশ্যই থাকতে হয়

    E
    নগদান বহিতে জাবেদার মত তারিখের গুরুত্ব নেই

    Note: Not available
    1. Report
  9. Question: র‌য়্যালিটি কোন হিসেবের অন্তর্ভুক্ত?

    A
    উৎপাদন হিসাব

    B
    ক্রয়-বিক্রয় হিসেব

    C
    লাভ-লোকসান হিসাব

    D
    উৎপাদন ও ক্রয়-বিক্রয় হিসেবের উভয়টিতে

    E
    ক্রয় বিক্রয় ও লাভ-লোকসান হিসেবের উভয়টিতে

    Note: Not available
    1. Report
  10. Question: কোনটি সীমিত পণ্য ও সেবাভিত্তিক খুচরা ব্যবসায়?

    A
    সীমিত পণ্যের দোকানে

    B
    সুবিধা পণ্য দোকান

    C
    ভ্রাম্যমান খুচরা ব্যবসায়

    D
    এক পণ্যের দোকান

    E
    বাট্টা ঘর

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd