হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: একটি কোম্পানি বিনামূল্যে বর্তমান শেয়ার মালিকদের মধ্যে কিছু নতুন শেয়ার বিতরণ করল, যার মূল্য ৫০,০০০ টাকা। এটির জন্য হিসাবটির নাম কী?

    A
    অধিকার শেয়ার

    B
    বোনাস টু শেয়ারহোল্ডার হিসাব

    C
    অগ্রাধিকার শেয়ার

    D
    সাধারণ শেয়ার

    Note: Not available
    1. Report
  2. Question: নিচের কোনটি খতিয়ানের উদ্দেশ্য নয়-

    A
    স্থায়ী হিসাব সংরক্ষণ

    B
    শ্রেণিবিন্যাসকরণ

    C
    গাণিতিক শুদ্ধতা যাচাই

    D
    উদ্বৃত্ত নির্ণয়

    Note: Not available
    1. Report
  3. Question: ইন্টার স্পোর্টস কোম্পানির বিক্রয় বাবদ প্রাপ্তি ৪৮,৩০০ টাকা যার মধ্যে ১৫% মূল্য সংযোজন কর অন্তর্ভুক্ত রয়েছে। কোম্পানিটিকে বিক্রযবাবদ ক্রেডিট করতে হবে

    A
    ৪০,০০০ টাকা

    B
    ৪১,০০০ টাকা

    C
    ৪২,০০০ টাকা

    D
    ৪৩,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  4. Question: ইন্টার স্পোর্টস কোম্পানির বিক্রয় বাবদ প্রাপ্তি ৪৮,৩০০ টাকা যার মধ্যে ১৫% মূল্য সংযোজন কর অন্তর্ভুক্ত রয়েছে। কোম্পানিটিকে বিক্রয়বাবদ ক্রেডিট করতে হবে-

    A
    ৪০,০০০ টাকা

    B
    ৪১,০০০ টাকা

    C
    ৪২,০০০ টাকা

    D
    ৪৩,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  5. Question: নিম্নলিখিতি কোন বক্তব্যটি সঠিক নয়-

    A
    মালিকানা স্বত্ব বৃদ্ধি পেলে ডেবিট হয়

    B
    মালিকাান স্বত্ব হ্রাস পেলে ডেবিট হয়

    C
    সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হয়

    D
    সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট হয়

    Note: Not available
    1. Report
  6. Question: আকিজ ফুড এন্ড বেভারেজ এর আগষ্ট মাসের অবলোপনকৃত ১২,০০০ টাকা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি অপ্রত্যাশিতভাবে নগদে পাওয়া যায়। এর প্রভাবে প্রতিষ্ঠানটির সেপ্টেম্বর মাসের-

    A
    দেনাদার বাড়ে

    B
    দেনাদার কমে

    C
    দেনাদার একই থাকে

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  7. Question: মূল্যস্ফীতির সময় কোন মজুদ পদ্ধতি অধিক কার্যকরী?

    A
    FIFO

    B
    LIFO

    C
    HIFO

    D
    Average Cost

    Note: Not available
    1. Report
  8. Question: প্রারম্ভিক কাঁচামাল ৬,০০০ টাকা, কাঁচামাল ক্রয় ২৩,০০০ টাকা, আন্ত:পরিবহন খরচ ১,০০০ টাকা, সমাপনী, সমাপনী কাঁচামাল ২,০০০ টাকা, প্রত্যক্ষ শ্রম ৭,০০০ টাকা। ব্যবহৃত কাঁচামালের মূল্য কত?

    A
    ১৮,০০০ টাকা,

    B
    ২৮,০০০ টাকা

    C
    ৩৮,০০০ টাকা

    D
    ৪৮,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  9. Question: ১০% বিনিয়েগের সুদ বকেয়া থাকলে নিম্নের কোন জাবেদাটি লিখতে হবে?

    A
    বিনিয়োগের সুদ হিসাব টু বিনিয়োগের বকেয়া সুদ হিসাব

    B
    বিনিয়োগের বকেয়া সুদ হিসাব টু বিনিয়োগের সুদ হিসাব

    C
    পাওনাদার হিসাব টু বিনিয়োগের বকেয়া সুদ হিসাব

    D
    কোনটিই সঠিক নয়

    Note: Not available
    1. Report
  10. Question: সোনালী ব্যাংক লিঃ কী ধরনের হিসাব?

    A
    সম্পত্তিবাচক হিসাব

    B
    নামিক হিসাব

    C
    ব্যক্তিবাচক হিসাব

    D
    অব্যক্তিবাচক হিসাব

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd