হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: কোন অনুপাতটি তারল্য পরিমাপ করে-

    A
    মূলধনের উপর মুনাফা হার

    B
    সম্পত্তির উপার্জন হার

    C
    প্রান্তিক মুনাফা হার

    D
    চলতি অনুপাত

    Note: Not available
    1. Report
  2. Question: একজন শ্রমিক ৪০ ঘন্টার সপ্তাহে ঘণ্টা প্রতি ১৪ টাকা মজুরি পায় এবং অতিরিক্ত সময়ের জন্য ঘন্টা প্রতি ২১ টাকা মজুরি পায়। এক সপ্তাহে উক্ত শ্রমিক ৪৫ ঘন্টা কাজ করলে মোট মজুরি পাবে-

    A
    টাকা ৫৬০

    B
    টাকা ৬৩০

    C
    টাকা ৬৫০

    D
    টাকা ৬৬৫

    Note: Not available
    1. Report
  3. Question: মুন কোম্পানি লিঃ এর কর পূর্ব আয় টাকা ৭,০০০। কর ব্যয় টাকা ২,১০,০০০ এবং কর পরবর্তী আয় টাকা ৪,৯০,০০০। কোম্পানিরে শেয়ার সংখ্যা ১,০০,০০০ হলে শেয়ার প্রতি আয়-

    A
    টাকা ৭.০০

    B
    টাকা ৪.৯০

    C
    টাকা ২.১০

    D
    কোনটি নয়

    Note: Not available
    1. Report
  4. Question: বিক্রয় মূল্যের উপর ২০% মুনাফা হলে ক্রয়মূল্যের উপর মুনাফার হার হবে-

    A
    ২০%

    B
    ২৫%

    C
    ৩০%

    D
    ৩৩%

    Note: Not available
    1. Report
  5. Question: কোন ফার্মের ক্রীতমালের পরিমাণ টাকা ৬০,০০০ বিক্রয় টাকা ৮৫,০০০ সমাপনী মজুদ টাকা ১৫,০০০ মোট মুনাফা টাকা ৩০,০০০ হলে প্রারম্ভিক মজুদের পরিমাণ হবে-

    A
    টাকা ২৫,০০০

    B
    টাকা ৭০,০০০

    C
    টাকা ১৫,০০০

    D
    টাকা ১০,০০০

    Note: Not available
    1. Report
  6. Question: আর্থিক বছরের শুরুতে জনতা লিঃ এর সম্পত্তির পরিমাণ ছিল ৬৮২ টাকা এবং মালিকানা স্বত্ব ছিল ৪১৮ টাকা। উক্ত বছরে সম্পত্তি বেড়ে ৭২০ টাকা হল এবং মালিকানা স্বত্ব কমেছে ১৮ টাকা। বছর শেষে দায়ের পরিমাণ কত?

    A
    ৩২০ টাকা

    B
    ২২০ টাকা

    C
    ১২০ টাকা

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  7. Question: রূপা লিঃ এর আদায়যোগ্য সেবা আয়ের ২,০০০ টাকার সমন্বয় ভুলবশতঃ হিসাব থেকে বাদ পড়েছে। এই ভুলের কারণ হিসাবে-

    A
    ২০০০ টাকা আয় ও দায় কম দেখানো হয়

    B
    ২০০০ টাকা সম্পদ ও দায় কম দেখানো হয়

    C
    ২০০০ টাকা টাকা আয় ও সম্পদ কম দেখানো হয়

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  8. Question: ১লা জুলাই, ২০০৯ এ ২৫,০০০ টাকার পণ্য ক্রয় করা হয়। চালানে লেখা আছে ২/২০ net 60 কারবারী বাট্টা ৫%। যদি ১৭ জুলাই অর্থ পরিশোধ করা হয় তবে পরিশোধিত অর্থের পরিমাণ কত?

    A
    ১২৫০ টাকা

    B
    ২৩,৭৫০ টাকা

    C
    ২৩,২৭৫ টাকা

    D
    ২৩,৭৮৫ টাকা

    Note: Not available
    1. Report
  9. Question: যদি কোন রেওয়ামিলের যোগফল না মিরে, তবে যোগফলের ব্যবধান অবশ্যই কোথায় অন্তর্ভু্কত করতে হবে?

    A
    লাভ-ক্ষতি হিসাবে

    B
    অনিশ্চিত হিসাবে

    C
    নামিক হিসাবে

    D
    মূলধন হিসাবে

    Note: Not available
    1. Report
  10. Question: যে সকল ভুল রেওয়ামিলের মিলকরণে ব্যাঘাত ঘটায় না-

    A
    যোগের ভুল

    B
    নীতিরি ভুল

    C
    স্থানান্তর ভুল

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd