হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: বিক্রয়মূল্যের উপর শতকরা ২৫% হারে মুনাফা-

    A
    ক্রয় মূল্যের ২০%

    B
    ক্রয়মূল্যের ৩৩.৩৩%

    C
    ক্রয়মূল্যের ৩০%

    D
    ক্রয়মূল্যের ১৫%

    Note: Not available
    1. Report
  2. Question: কোনটিকে কোম্পানির বিজ্ঞান বলা হয়?

    A
    শেয়ার সার্টিফিকেট

    B
    বিবরণপত্র

    C
    ঋণপত্র

    D
    স্থিতিপত্র

    Note: Not available
    1. Report
  3. Question: একটি ব্যবসায় প্রতিষ্ঠান 2/10, n/30 শর্তে ৬,০০০ টাকার পণ্য ক্রয় করে। ১,০০০ টাকার পণ্য ফেরত দেওয়া হয় এবং বাকি টাকা বাট্টাকালিন সময়ের মধ্যে পরিশোধ করা হয়, তাহলে বাট্টার পরিমাণ কত?

    A
    ১২০

    B
    ১০০

    C
    ৬০০

    D
    ৫০০

    Note: Not available
    1. Report
  4. Question: কোন কোম্পানির নিট বিক্রয় ৫,০০,০০০ টাকা, চলতি সম্পত্তি ৩,০০,০০০ টাকা, বিক্রীত পণ্যের ব্যয় ১,০০,০০০ টাকা এবং গড় মোট সম্পত্তি ২০,০০,০০ টাকা। উক্ত কোম্পানির সম্পত্তির উপর মোট মুনাফা কত?

    A
    ১০%

    B
    ৫%

    C
    ২৫%

    D
    ২০%

    Note: Not available
    1. Report
  5. Question: একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানে সদস্য সংখ্যা ১২০ জন। তাদের মাসিক চাঁদা ১০ টাকা। ২০০৫ সালে ২০ জন সদস্য তাদের মাসিক চাঁদা পরিশোধ করেনি। ৫ জন সদস্য ৬ মাসের চাঁদা অগ্রিম করেছে এবং ১০ জন সদস্য গত বছরের চাঁদা এ বছর প্রদান করেছে। ২০০৫ সালের আয় ব্যয় হিসাবে কত টাকা চাঁদা খাতে দেখানো হবে?

    A
    ১,২০০ টাকা

    B
    ১,৪৪০ টাকা

    C
    ১,২০০ টাকা

    D
    ১৪,৪০০ টাকা

    Note: Not available
    1. Report
  6. Question: একটি ব্যবসা প্রতিষ্ঠা ৬,০০,০০০ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেছে। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ২৫% হারে অবচয় ধার্য করতে হবে। ২ বছর শেষে অবশিষ্ট ক্রযমূল্য হবে-

    A
    ৩,৩৭,৫০০

    B
    ৩,৫০,০০

    C
    ৪,৫০,০০০

    D
    ৩,৩৫,০০০

    Note: Not available
    1. Report
  7. Question: মি. তুষার ৩১ মার্চ ২০১৪ তারিখে মি. মনির নিকট থেকে তার দেনা বাবদ তিন মাস মেয়াদী ৪,০০০ টাকার একটি বিল গ্রহণ করেন। বিলটি পরিশোধের সর্বশেষ তারিখ কোনটি?

    A
    ৫ জুলাই ২০১৪

    B
    ৩ জুলাই ২০১৪

    C
    ৭ জুলাই ২০১৪

    D
    ৯ জুলাই ২০১৪

    Note: Not available
    1. Report
  8. Question: বাজয়োপ্ত শেয়ার পুনঃবিলির পর শেয়ার বাজেয়াপ্ত হিসাব এর কোন হিসাবে নেওয়া হয়?

    A
    মূলধন হিসাব

    B
    মূলধন সঞ্চিতি হিসাব

    C
    লাভ-ক্ষতি হিসাব

    D
    মুনাফা সঞ্চিতি হিসাব

    Note: Not available
    1. Report
  9. Question: বিনিময় প্রথার প্রধান সমস্যা হল-

    A
    চাহিদার অভাব

    B
    উৎপাদনশীলতার অভাব

    C
    পরিমাপের সমস্যা

    D
    বিভাজনের সমস্যা

    Note: Not available
    1. Report
  10. Question: বাজার মূল্য হ্রাস অবস্থা কোন পদ্ধতি অধিক কার্যকরী?

    A
    FIFO

    B
    LIFO

    C
    Average Price

    D
    Cost Price

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd