হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: অ-ব্যবসায়ী প্রতিষ্ঠানের যাবতীয় মুনাফা জাতীয় লেনদেন যে হিসাবে হিসাবভুক্ত করা হয় তাকে বলে-

    A
    আয়-ব্যয় হিসাব

    B
    প্রাপ্তি ও প্রদান হিসাব

    C
    জাবেদা

    D
    খতিয়ান

    Note: অব্যবসায়ী প্রতিষ্ঠানের যাবতীয় মুনাফা জাতীয় লেনদেন নিয়ে আয় ব্যয় হিসাব প্রস্তুত করা হয়। কিন্তু ব্যবসায় প্রতিষ্ঠানে মুনাফা জাতীয় লেনদেন নিয়ে প্রস্তুত করা হয় লাভ লোকসান হিসাব।
    1. Report
  2. Question: নিচের কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যয় নয়

    A
    অবচয়

    B
    আয়কর

    C
    বেতন

    D
    কোনটিই নয়

    Note: আয়কর অব্যবসায়ী প্রতিষ্ঠানের কোনো ব্যয় না।
    1. Report
  3. Question: একটি ক্লাবের সদস্যদের থেকে ২,০০,০০০ টাকা চাঁদা পাওয়া গেল। এর মধ্যে পূর্ববর্তী বচরের পাওনা, ৩,০০০ টাকা এবং অগ্রিম প্রাপ্তি ১,০০০ টাকা যোগ আছে। বর্তমান বছরে ৫ সদস্যদের প্রতি জনের ৫০০ টাকা হিসাবে চাঁদা বকেয়া আছে। বর্তমান বছরের আয়ের পরিমাণ কত?

    A
    ১৯৫,০০০ টাকা

    B
    ২০২,০০০ টাকা

    C
    ১০০,৫০০ টাকা

    D
    ১৯৮,৫০০ টাকা

    Note: এখানে, বর্তমান বছরে চাঁদা আয়=মোট চাঁদা প্রাপ্তি-পূর্ববর্তী বছরের পাওনা-অগ্রিমপ্রাপ্তি+বকেয়া চাঁদা =২,০০,০০০-৩,০০০-১,০০০+(৫x৫০০) =২,০০,০০০-৩,০০০-১,০০০+২৫০০ =১,৯৮,৫০০ টাকা।
    1. Report
  4. Question: একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের ১০০ জন সদস্যের বার্ষিক চাঁদার হার সমান। ১০ জন সদস্য চলতি বছরসহ ২ বছরের চাঁদা (অগ্রীম ১ বছর) ৪০০ টাকা পরিশোধন করেন। ৫ জন সদস্য চলতি বছর ও বিগত ২ বছরের বকেয়া চাঁদা ৩০০ টাকা প্রদান করেন। চলতি বছরের আয়-ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত দেখানো হবে?

    A
    ২৭০০ টাকা

    B
    ২৩০০ টাকা

    C
    ২১০০ টাকা

    D
    ২০০০ টাকা

    Note: Not available
    1. Report
  5. Question: সদস্যদের সেবা এবং জনকল্যাণমূলক কাজে লিপ্ত প্রতিষ্ঠানকে কি বলে?

    A
    ব্যবসায় প্রতিষ্ঠান

    B
    অব্যবসায়ী প্রতিষ্ঠান

    C
    উৎপাদনকারী প্রতিষ্ঠান

    D
    সরকারী প্রতিষ্ঠান

    Note: Not available
    1. Report
  6. Question: নিচের কোনটি বিশুদ্ধ বা অনমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান?

    A
    প্রকৌশলীদের ফার্ম

    B
    আইনজীবি সংঘ

    C
    চাটার্ড একাউন্ট্যান্টেস্ ফার্ম

    D
    হাসপাতাল

    Note: Not available
    1. Report
  7. Question: নিচের কোনটি মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান নয়?

    A
    চাটার্ড এ্যাকাউন্ট্যান্টস্ ফার্ম

    B
    প্রকৌশলীদের ফার্ম

    C
    আইনজীীবদের সংঘ

    D
    শিক্ষা প্রতিষ্ঠান

    Note: Not available
    1. Report
  8. Question: নিচের কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠানে কাজ নয়?

    A
    শিক্ষা বিস্তারমূলক কাজ

    B
    ধর্মীয় মূলবোধ জাগ্রত করা

    C
    সামাজিক কল্যাণ ও সেবা

    D
    পণ্য ক্রয় ও বিক্রয় কার্য

    Note: Not available
    1. Report
  9. Question: কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠান?

    A
    শিক্ষা প্রতিষ্ঠান

    B
    একমালিকানা কারবার

    C
    অংশীদারি কারবার

    D
    কোম্পানি

    Note: Not available
    1. Report
  10. Question: অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ে উৎস নয় কোনটি?

    A
    সদস্যদের চাঁদা

    B
    পণ্য বিক্রয়

    C
    অনুদান

    D
    উইলকৃত সম্পদ

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd