হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: শারীরিকের তুলনায় মানসিক শ্রমক বেশির বিনিময়ে নির্দিষ্ট সময় অন্তর নিয়োগকর্তা কর্তৃক যে পারিশ্রমিক দেওয়া হয় তাকে কী বলে?

    A
    বেতন

    B
    মজুরি

    C
    বেতন ও মজুরি

    D
    সম্মানী

    Note: Not available
    1. Report
  2. Question: মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য যে ভাতা দেওয়া হয় তাকে কী বলে?

    A
    মহার্ঘ ভাতা

    B
    দুর্মূল্য ভাতা

    C
    জীবিকা ভাতা

    D
    চিকিৎসা ভাতা

    Note: Not available
    1. Report
  3. Question: শুধু সময়কে বিবেচনা করে যে মজুরি প্রদান করা হয় তাকে কী বলে?

    A
    সময়াভিত্তিক

    B
    কার্যহারভিত্তিক

    C
    প্রিমিয়ামভিত্তিক

    D
    ফুরান

    Note: Not available
    1. Report
  4. Question: কোন গুরুত্ব আরোপ না করে উৎপাদনের ওপর ভিত্তি করে যে মজুরি হয় তাকে কোন পদ্ধতি বরে?

    A
    কার্যহার/ফুরন হয়

    B
    সময়ভিত্তিক

    C
    প্রিমিয়াম

    D
    সাধারণ হার

    Note: Not available
    1. Report
  5. Question: নিচের কোনটি পরোক্ষ খরচ?

    A
    কুলির মজুরি

    B
    পরিবহন

    C
    শুল্ক

    D
    কমিশন

    Note: Not available
    1. Report
  6. Question: বিনকার্ড থেকে কী জানা যায়?

    A
    মজুদ মালের মূল্য

    B
    মজুদ মালের পরিমাণ

    C
    তারিখসহ মাল প্রাপ্তি

    D
    মালের নির্গমন

    Note: Not available
    1. Report
  7. Question: কোন ব্যয় রূপান্তর খরচের অংশ নয়?

    A
    মজুরি

    B
    কারখানার বিদ্যুৎ খরচ

    C
    যন্ত্রপাতির অবচয়

    D
    আন্তঃপরিবহন

    Note: Not available
    1. Report
  8. Question: কোনটি মজুদ পণ্যের ব্যয়ের অন্তর্ভুক্ত হয় না?

    A
    বিক্রয়কর্মীর বেতন

    B
    পরিবহন ব্যয়

    C
    আমদানী শুল্ক

    D
    ক্রয়মূল্য

    Note: Not available
    1. Report
  9. Question: প্রত্যক্ষ কাঁচামাল ১০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ৫,০০০ টাকা, কারখানা উপরিব্যয় প্রত্যক্ষ মজুরির ৫০% হলে কারখানা ব্যয় কত?

    A
    ১২,৫০০ টাকা

    B
    ১৫,০০০ টাকা

    C
    ১৭,৫০০ টাকা

    D
    ২০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  10. Question: প্রারম্ভিক মজুদ পণ্য ২৫০ একক, সমাপনী মজুদ পণ্য ১৫০ একক এবং সারা বছরে উৎপাদিত পণ্য ৪০০ একক। পণ্য বিতরণের মাধ্যমে সারা বছরের মোট মুনাফা ১০,০০০ টাকা হলে এককপ্রতি মোট মুনাফা কত?

    A
    ৪০

    B
    ২০০

    C
    ২৫

    D
    ২০

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd