1. Question: ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সঙ্গে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে।

    A
    বাস্পীয় ইঞ্জিল

    B
    অন্র্তদহন ইঞ্জিল

    C
    স্টারলিং ইঞ্জিল

    D
    রকেট ইঞ্জিল

    Note: Not available
    1. Report
  2. Question: ফিউশন প্রক্রিয়া-

    A
    একটি পরমানু ভেঙ্গে প্রচন্ড শক্তির সৃষ্টি হয়

    B
    একাধিক পরমানু যুক্ত হয়ে নতুন পরমানু গঠন করে

    C
    ভারী পরমানু ভেঙ্গে দুটি পরমানু গঠিত হয়

    D
    একটি পরমানু ভেঙ্গে দুটি পরমানু সৃষ্টি হয়

    Note: Not available
    1. Report
  3. Question: প্রবল জোয়ারের কারণ, এ সময়-

    A
    সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোনে করে থাকে

    B
    চন্দ্র পৃথিবীর কাছে থকে

    C
    পৃথিবীর সূর্য়ের সবচেয়ে কাছে থাকে

    D
    সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে

    Note: Not available
    1. Report
  4. Question: নিচের কোন উক্তিটি সঠিক-

    A
    বায়ু একটি যৌগিক পদার্থ

    B
    বায়ু একটি মিশ্র পদার্থ

    C
    বায়ু একটি মৌলিক পদার্থ

    D
    বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকে বুঝায়

    Note: Not available
    1. Report
  5. Question: ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়াছে, সেটি হচ্ছে-

    A
    মূল মধ্যরেখা

    B
    কর্কটক্রান্তি রেখা

    C
    মকরক্রান্তি রেখা

    D
    আন্তর্জাতিক তারিখ রেখা

    Note: Not available
    1. Report
  6. Question: যে বায়ু সবর্দ উচ্চচাপ অঞ্চল হতে নিম্মচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়-

    A
    আয়ন বায়ু

    B
    প্রত্যায়ন বায়ু

    C
    মৌসুমী বায়ু

    D
    নিয়ত বায়ু

    Note: Not available
    1. Report
  7. Question: ধান ফুলে পরাগ ঘটে-

    A
    বাতাসের সাহায্যে পরাগ ঝড়ে পড়ে

    B
    পাতা দ্বারা স্থানান্তরিত হয়ে

    C
    কীটপতঙ্গের সাহায্যে

    D
    ফুলে ফুলে সংস্পর্শে

    Note: Not available
    1. Report
  8. Question: সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে-

    A
    ১০ কি.মি.

    B
    ১০ নিউটন

    C
    ২৭ কি.মি.

    D
    ৫ কি.মি.

    Note: Not available
    1. Report
  9. Question: সর্বপ্রথম উফশি ধান এ দেশে চালু হয়ে এখনো বর্তমানে রয়েছে তা হলো-

    A
    ইরি-৮

    B
    ইরি-১

    C
    ইরি-২০

    D
    ইরি-৩

    Note: Not available
    1. Report
  10. Question: ইস্পাত লোহা থেকে ভিন্ন, কারণ এতে-

    A
    সুনিদিষ্ট পরিমানে কার্বন রয়েছে

    B
    বিশেষ ধরণের আকরিক ব্যবহার করা হয়েছে

    C
    লোহাকে টেম্পারিং করা হয়েছে

    D
    সব বিজাতীয় দ্রব্য বের করা হয়েছে

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd