1. Question: শ্রবণ ছাড়াও কানের অন্যতম কাজ হল-

    A
    দেহ সতেজ রাখা

    B
    দেহের ভারসাম্য রক্ষা করা

    C
    দেহের কর্মক্ষমতা বাড়ানো

    D
    কোনটি নয়

    Note: Not available
    1. Report
  2. Question: দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কেন?

    A
    রক্তে হেপরিন থাকায়

    B
    রক্ত চলাচলের জন্য

    C
    মাংসপেশির ক্রিয়ায়

    D
    জারণ ক্রিয়ায়

    Note: Not available
    1. Report
  3. Question: কোনটির মাধ্যমে পেশিগুলো অস্থির সাথে সংযুক্ত থাকে?

    A
    টেনডন

    B
    স্মায়ু

    C
    লিগামেন্ট

    D
    ফিমার

    Note: Not available
    1. Report
  4. Question: আয়নার পশ্চাতে যে ধাতু ব্যবহার করা হয় তা হল-

    A
    কপার

    B
    সিলভার

    C
    মার্কারি

    D
    জিঙ্ক

    Note: Not available
    1. Report
  5. Question: ফরমালিন হল ফরমালডিহাইডের-

    A
    ১০% জলীয় দ্রবণ

    B
    ২০% জলীয় দ্রবণ

    C
    ৩০% জলীয় দ্রবণ

    D
    ৪০% জলীয় দ্রবণ

    Note: Not available
    1. Report
  6. Question: গ্যালভানাইজেশন ব্যবহার করা হয়-

    A
    জিংক

    B
    কপার

    C
    সিলভার

    D
    অ্যালুমিনিয়াম

    Note: Not available
    1. Report
  7. Question: ডিজিট্যাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট-

    A
    ডিজিট্যাল টেলিফোনের বার্তা প্রেরণ

    B
    বোতাম টিপে ডায়াল করা

    C
    অপটিক্যাল ফাইবার ব্যবহার

    D
    নতুন ধরণের মাইক্রোফেন

    Note: Not available
    1. Report
  8. Question: গ্রীস্মকালে আমরা কালো কাপড় পরিধান করি না কারণ-

    A
    কালো কাপড় চোখের জন্য ক্ষতিকর

    B
    কালো কাপড় বেশি তাপ শোষণ করে

    C
    কালো কাপড় শরীরের তাপকে বাহিরে যেতে দেয় না

    D
    কালো কাপড় চামড়ার জন্য ক্ষতিকর

    Note: Not available
    1. Report
  9. Question: ফ্যান চললে আমারা ঠান্ডা অনুভব করি, কারণ ফ্যান-

    A
    বাতাসকে ঠান্ডা করে

    B
    ঠান্ডা বাতাস তৈরী করে

    C
    ঘাম কমিয়ে দেয়

    D
    শরীর থেকে বাস্পীভবনের হার বাড়িয়ে দেয়

    Note: Not available
    1. Report
  10. Question: একখন্ড বরফকে উপ্তত্ত করে পানিতে পরিণত করলে আয়তন-

    A
    বাড়বে

    B
    কমবে

    C
    প্রথমবার কমার পর বাড়বে

    D
    একই থাকবে

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd