1. Question: কোনটি অংশীদারী ব্যবসায়ের বৈশিস্ট্য নয়?

    A
    অংশীদারদের মধ্যকার চুক্তিবদ্ধ সম্পর্ক

    B
    চুক্তির মাধ্যমেই অংশীদারগণ লাভক্ষতি বণ্টন করে

    C
    অংশীদারী ব্যবসার আইনগত অস্তিত্ব থাকে

    D
    অংশীদারগণ অসীম দায় বহণ করে

    Note: Not available
    1. Report
  2. Question: অংশীদারী কারবার সংগঠনের মূল ভিত্তি কোনটি?

    A
    সম্মতি

    B
    চুক্তি

    C
    নিবন্ধন

    D
    অংশীদারী আইন

    Note: Not available
    1. Report
  3. Question: কোন শর্তে একজন অপ্রাপ্তবয়স্ক ব্যীক্তকে ফার্মের অংশীদার বানােনো যায়?

    A
    মুনাফা প্রদানের শর্তে

    B
    অতিরক্ত বিনিয়োগের শর্ত

    C
    দায় গ্রহণের শর্তে

    D
    বাড়তি যোগ্যতার শর্তে

    Note: Not available
    1. Report
  4. Question: আইন অনুযায়ী অংশীদারগণের ব্যক্তিগত সম্পত্তি থেকে প্রাপ্ত অর্থ সর্বপ্রথম কাকে পরিশোধ করা হয়?

    A
    কর্মচারীদের বকেয়া

    B
    অংশীদারগণ প্রদত্ত ঋণ

    C
    সব-পাওনাদারকে সমান

    D
    তৃতীয় পক্ষের ঋণ

    Note: Not available
    1. Report
  5. Question: অংশীদারী কারবারের অংশীদার হতে পারবে না-

    A
    নাবালক

    B
    সাবালক

    C
    অশিক্ষিত

    D
    মস্তিস্ক বিকৃত

    Note: Not available
    1. Report
  6. Question: কোনটি অংশীদার কার্যক্রমকে সুনাম ব্যবহার করতে দিয়ে মুনাফার অংশ নে?

    A
    সক্রিয়

    B
    নিস্ক্রিয়

    C
    নামমাত্র

    D
    আপাতদৃষ্টিতে

    Note: Not available
    1. Report
  7. Question: কোন অংশীদারের মৃত্যুর পর সংঘঠিত কোন লেনদেনের জন্য মৃতব্যক্তির সম্পত্তি বা তাহার উত্তরাধিকারী দায়বদ্ধ হবে না। বিষয়টি-

    A
    সত্য

    B
    মিথ্যা

    C
    চুক্তির উপর নির্ভর করে

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  8. Question: অংশীদারী সংগঠনের নামের আগে লিখতে হয়-

    A
    ব্রাদার্স

    B
    মেসার্স

    C
    লিঃ কোং

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  9. Question: অংশীদারী কারবারের একটি অপরিহার্য উপাদান হল-

    A
    স্বেচ্ছায় গঠন

    B
    অসীম দায়

    C
    সহজে বিলোপ সাদধন

    D
    নমনীয়তা

    Note: Not available
    1. Report
  10. Question: দেউলিয়া ঘোষনা জন্য কে আবেদন করবে?:

    A
    পাওনাদার

    B
    দেনাদার নিজে

    C
    ব্যাংক

    D
    ৩য় পক্ষ

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd