1. Question: কারবারের সকল মালিক মারা গেলেও যে কারবার বেচে থাকে-

    A
    এক মালিকানা কারবার

    B
    অংশীদারী কারবার

    C
    যৌথ মূলধনী কারবার

    D
    সরকারী মালিকানা কারবারে

    E
    সমবায় সমিতি

    Note: Not available
    1. Report
  2. Question: প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিীতে রূপান্তর করতে হলে বিশেষ সভা ডেকে

    A
    পরিমেল নিয়মাবলী বদলাতে হবে

    B
    স্মারকলিপি বদলাতে হবে

    C
    বিবরণী পত্র বদলাতে হবে

    D
    সরকারের অনুমতি নিতে হবে

    E
    উপর্যুক্ত কিছেু করতে হবে না

    Note: Not available
    1. Report
  3. Question: পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালকদের সংখ্যা অন্তত

    A
    ২ জন হতে হবে

    B
    ৩ জন হতে হবে

    C
    ৫ জন হতে হবে

    D
    ৭ জন হতে হবে

    E
    ১০ জন হতে হবে

    Note: Not available
    1. Report
  4. Question: পাবলিক লিঃ কোম্পানিকে শেয়র ইস্যুর জন্য কোন কর্তৃপক্ষের নিকট হইতে অনুমতি নিতে হয়?

    A
    শেয়ার বাজার

    B
    অর্থ মন্ত্রণালয়

    C
    BSEC

    D
    রেজিষ্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ

    E
    কন্ট্রোলার অব ক্যাপিটাল

    Note: Not available
    1. Report
  5. Question: দেশের আেইন সভা, সংসদ বা প্রেসিডেন্টের বিশেষ অধ্যাদেশ বলে কোম্পানি গঠিত ও নিয়ন্ত্রিত হয় তাকে বলে-

    A
    পাবলিক লিমিটেড কোম্পানি

    B
    প্রাইভেট লিমিটেড কোম্পানি

    C
    হোল্ডিং কোম্পানি

    D
    স্টেটিউটরি কোম্পানি (বিধিবদ্ধ)

    E
    রেজিষ্টার্ড কোম্পানি

    Note: Not available
    1. Report
  6. Question: কোম্পানি আইন ও ব্যাংকিং আইনের অধীনে গঠিত পরিচারিত নিয়ন্ত্রিত ব্যাংকই হলোঃ

    A
    স্বায়ত্তশাসিত ব্যাংক

    B
    সমবায় ব্যাংক

    C
    যৌথ কোম্পানি ব্যাংক

    D
    রাষ্ট্রীয় ব্যাংক

    E
    অংশীদারী ব্যাংক

    Note: Not available
    1. Report
  7. Question: হোল্ডিং কোম্পানি ব্যাংক ও সাবসিডিয়ারী ব্যাংক বিষয় দুইটি প্রযোজ্য কখন?

    A
    গ্রুপ ব্যাংকিং

    B
    চেইন ব্যাংকিং

    C
    একক ব্যাংকিং

    D
    শাখা ব্যাংকিং

    E
    মিশ্র ব্যাংকিং

    Note: Not available
    1. Report
  8. Question: যৌথ মূলধনী কারবারের পরিমেল বন্ধের স্মারকলিপির উদ্দেশ্য পরিবর্তন করার জন্য প্রয়োজন হয়-

    A
    শেয়ারহোল্ডারদের অনুমোদন

    B
    সরকারের অনুমতি

    C
    নিবন্ধকের অনুমতি

    D
    আদালতের অনুমতি

    E
    খ ও ঘ উভয়ই

    Note: Not available
    1. Report
  9. Question: কোম্পানি প্রোমোটারগণ যেসব কাজ করেন-

    A
    কোম্পানি গঠনের পরিকল্পনা ও প্রস্তাব গ্রহণ করেন

    B
    উপরোক্ত প্রস্তাব ও পরিকল্পনা বাস্তবায়ন করেন

    C
    এরা কোমপানি গঠনের প্রাথমিক ব্যয় বহন করেন

    D
    কোম্পানি নিবন্ধনের ব্যবস্থা করেন

    E
    উপরের সব কাজ করেন

    Note: Not available
    1. Report
  10. Question: কোম্পানি নিবন্ধন পর্যায়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে-

    A
    নিবন্ধন ফরম সংগ্রহ ও পূরণ

    B
    দলিল পত্রাদি তৈরি ও সংযুক্তি

    C
    কার্যারম্ভের অনুমতি সংগ্রহ

    D
    বিবরণীপত্র তৈরিকরণ ও জনগণকে কোম্পানির শেয়ার ক্রয়ের আহবান করেন

    E
    সবকটি

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd