1. Question: যখন কোন চুক্তি প্রতারণার মাধ্যমে করা হয় তাকে বলে:

    A
    অবৈধ চুক্তি

    B
    নিস্ক্রিয় চুক্তি

    C
    বাতিলকৃত চুক্তি

    D
    বাতিলযোগ্য চুক্তি

    Note: Not available
    1. Report
  2. Question: চুড়ান্ত সদ্বিশ্বাস কথাটি কোন ধরনের কারবারের ক্ষেত্রে সর্বাধিক প্রযোজ্য?

    A
    একমালিকানা কারবার

    B
    অংশীদারী কারবার

    C
    রাষ্ট্রীয় কারবার

    D
    সমবায় সমিতি

    Note: Not available
    1. Report
  3. Question: অংশীদারী ব্যবসায়ের ক্ষেত্রে কত ধরার অনুযায়ী আদালত কর্তৃক বিলোপ সাধনের বিধান রয়েছে?

    A
    ৪০

    B
    ৪১

    C
    ৪২

    D
    ৪৪

    Note: Not available
    1. Report
  4. Question: অংশীদারী ব্যবসায় প্রসেঙ্গ কোন বক্তব্যটি সঠিক নয়?

    A
    অংশীদারী চুক্তি অবশ্যই লিখিত হতে হবে

    B
    অংশীদারী ফার্মের নিবন্ধন বাধ্যতামূলক নয়

    C
    অংশীদারী ফার্মের দেনার জন্য প্রত্যেক অংশীদার ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে দায়ী থাকেন।

    D
    একজন অংশীদার তার মালিকানার শেয়ার তৃতীয় কোনো পক্ষের নিকট হস্তান্তর করতে পারে না

    Note: Not available
    1. Report
  5. Question: বাংলাদেশে অংশীদারী ব্যবসায়-----সনের অংশীদারী আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়।

    A
    ১৯১৩ সালে

    B
    ১৯৩২ সালে

    C
    ১৯৭২ সালে

    D
    ১৯৯৪ সালে

    Note: Not available
    1. Report
  6. Question: কোন অংশীদার অংশীদার ফার্মে মূলধন বিনিয়োগ করে কিন্তু এর ব্যবসার পরিচালনায় ও ব্যবস্থাপনায় সক্রিয় অংশগ্রহণ করেন না?

    A
    নিস্ক্রিয় অংশীদার

    B
    নামমাত্র অংশীদার

    C
    আপতাদৃষ্টিতে অংশীদার

    D
    পরিমিত অংশীদার

    Note: Not available
    1. Report
  7. Question: সুবিধার (বেতন, অর্থ অথবা লাভের অংশ) বিনিময়ে কোন ধরনের অংশীদার তার সুনাম ব্যবহারের অনুমতি দেয়?

    A
    আপাতদৃষ্টিতে অংশীদার

    B
    কর্মী অংশীদার

    C
    সীমিত অংশীদার

    D
    নামমাত্র অংশীদার

    Note: Not available
    1. Report
  8. Question: অংশীদার কারবারের নিবন্ধন-

    A
    বাধ্যতামূলক

    B
    ঐচ্ছিক

    C
    ক্ষতিকর

    D
    লাভজন

    Note: Not available
    1. Report
  9. Question: একটি অংশীদারী ফার্ম অন্য একটি অংশীদারী ফার্মের সদস্য হতে কি?

    A
    অংশীদার হতে পারে

    B
    অংশীদার হতে পারে না

    C
    পরিমিত অংশীদার হতে পারে

    D
    শর্ত সাপেক্ষে অংশীদার হতে পারে

    Note: Not available
    1. Report
  10. Question: অংশীদার হিসাবে নাবলকের দায় হচ্ছে-

    A
    সীমাবদ্ধ

    B
    ক্ষেত্র বিশেষে সীমাবদ্ধ

    C
    অসীম

    D
    যৌথ সিদ্ধান্ত গ্রহণ

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd