1. Question: দায়িত্ব অর্পণ করার পর কর্মীকে তা সম্পাদনের ক্ষমতা প্রদান করা হলে তাকে কী বলে?

    A
    দায়িত্বার্পণ

    B
    কার্য বিভাজন

    C
    দায়িত্ব ও ক্ষমতার সমতা

    D
    বিকেন্দ্রিকরণ

    Note: Not available
    1. Report
  2. Question: কোন কাজ সম্পাদন করতে চাইলে যা গ্রহণ করতে হয়-

    A
    পরিকল্পনা

    B
    উদ্যোগ

    C
    প্রকল্প

    D
    কর্মসূচী

    Note: Not available
    1. Report
  3. Question: প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের কাজ প্রকৃতি অনুযায়ী আলাদা আলাদা বিভাগে বিভক্ত করে নেয়াকে কী বলে?

    A
    বিভাগীয়করণ

    B
    শ্রমবিভাগ

    C
    কর্তৃত্বাপণি

    D
    বিকেন্দ্রিকরণ

    Note: Not available
    1. Report
  4. Question: প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের সকল ক্ষমতা কৃক্ষিত করাকে কী বলে?

    A
    বিকেন্দ্রীকরণ

    B
    বিভাগীয়করণ

    C
    কর্তৃত্বপণি

    D
    কেন্দ্রিকরণ

    Note: Not available
    1. Report
  5. Question: প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয় কোন পর্যায়ে?

    A
    নিম্ন

    B
    মধ্য

    C
    উচ্চ

    D
    উচ্চ ও মধ্য

    Note: Not available
    1. Report
  6. Question: কোহলী একটি উৎপাদনশীল প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক, বাজারের পণ্য মূল্যে কিছু কমে যাওয়ার পরেও অনুমতি না থাকার বিক্রয়ের সিদ্ধান্ত নিতে না পারায় কি পচে নষ্ট হয়ে যায়?

    A
    আদেশের ঐক্য

    B
    নির্দেশিকার ঐক্য

    C
    কর্তৃত্ব

    D
    কেন্দ্রীকরণ

    Note: Not available
    1. Report
  7. Question: প্রতিষ্ঠানের নিয়োজিত কর্মীদের পারস্পরিক ভালোবাসা ও সম্মান ব্যবস্থাপনার কোন প্রস্তুতির অন্তর্ভুক্ত?

    A
    কর্তৃত্ব

    B
    কেন্দ্রিকরণ

    C
    নিয়মানুবর্তিতা

    D
    বিকেন্দ্রীয়করণ

    Note: Not available
    1. Report
  8. Question: একটি উৎপাদন ব্যবস্থাপক সেভাবে জেনে না নেয়ার লক্ষ্যার্জনে সমস্যা সৃষ্টি হয়। এক্ষেত্রে ব্যবস্থাপনার কোন নীতিটি কাঙ্খিত হয়েছে?

    A
    কর্তৃত্ব

    B
    কেন্দ্রীকরণ

    C
    আদেশের ঐক্য

    D
    নির্দেশণার ঐক্য

    Note: Not available
    1. Report
  9. Question: কানিজ ফাতেমা একটি বুটিক হাউজ এর ব্যবস্থাপক তিনি একজন কর্মীকৈ নির্দিষ্টে কারে দায়িত্ব দেন, কিন্তু উক্ত সময়ে একই কর্মীকে সুভাস ভাইয়ের আরেকটি দায়িত্ব দেয়অর যথাসময়ের কাজটি সম্পাদিত হয়নি। উদ্দীপকে ব্যবস্থাপনার কোন নীতিটি কাঙ্খিত হয়েছে?

    A
    কেন্দ্রীকরণ

    B
    আদেশের ঐক্য

    C
    নির্দেশনার ঐক্য

    D
    বিকেন্দ্রীকরণ

    Note: Not available
    1. Report
  10. Question: নিম্নের কোনটি ফেয়ল এর নীতি বহির্ভুত?

    A
    সততা

    B
    একতা

    C
    শ্রমবিভাগ

    D
    নিয়মানুবর্তিতা

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd