1. Question: নিচের কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে?

    A
    4f

    B
    5d

    C
    6p

    D
    7s

    Note: আউফবাউ নীতি অনুযায়ী, (n + i) এর মান সমান হলে যার n এর মান কম, সে অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে। 4f = (n + i) = 4 + 3 =7 5d = (n + i) = 5 + 2 = 7 6p = (n + i) = 6 + 1 = 7 7s = (n + i) = 7 + 0 = 7 প্রতিটি অরবিচটালে (N + i) এর মান সমান হলে ও 4f অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে।
    1. Report
  2. Question: ‘f' অরবিটাল সর্বমোট কয়টি ইলেকট্রন ধারণ করতে পারে?

    A
    10

    B
    8

    C
    18

    D
    14

    Note: Not available
    1. Report
  3. Question: একটি অরবিটালে চারটি কোয়ান্টাম সংখ্যার মান n = 3, 1 = 2, m = 1 এবং s = +1/2 হলে ইলেকট্রনের সংখ্যঅ হবে-

    A
    1

    B
    2

    C
    5

    D
    10

    Note: পলির বর্জন নীতি অনুসারে, একিট পরমাণবিক অরবিটালে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে যদি তাদের স্পিন ^+-1/2 হয়। যেহেতু s এর মান + 1/2, তাই ইলেকট্রন সংখ্যা হবে 1টি।
    1. Report
  4. Question: 2p অরবিটালের n, 1এবং ম এর মান হচ্ছে যথাক্রমে-

    A
    2,1,2

    B
    2,1,(-1,0,1)

    C
    2,2,(-1)

    D
    1,1,0

    Note: Not available
    1. Report
  5. Question: প্রধান কোয়ান্টাম সংখ্যা নিচের কোনটি নির্দেশ করে?

    A
    অরবিটাল এ ইলেকট্রনের অবস্থানের দিক

    B
    ইলেকট্রনের অরবিটালের অাকার

    C
    ইলেকট্রনের শক্তি

    D
    ইলেকট্রনের ঘর্ণনের দিক

    Note: n - কক্ষপথের আকার m - অরবিটালের কৌণিক অবস্থানের দিক s - ইলেকট্রনের ঘূর্ণনের দিক
    1. Report
  6. Question: 3d উপস্থরের কতগুলো স্বীকৃত চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আছে?

    A
    3

    B
    7

    C
    5

    D
    9

    Note: 3d উপরস্তরের স্বীকৃত চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা 5
    1. Report
  7. Question: নিম্নোক্ত অরবিটালসমূহের মধ্যে কোনটি অসম্ভব?

    A
    6s এবং 5f

    B
    2d এবং 3f

    C
    2s এবং 2p

    D
    4f এবং 7p

    Note: 2d এবং 3f অরবিটাল কখনও সম্ভব নয়।
    1. Report
  8. Question: পরমানু নিউক্লিয়াসের চারিদিকে যে এলাকার মধ্যে ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনা নব্বই শতাংশ সে এলাকার নাম কি?

    A
    অরবিট

    B
    ইলেকট্রন ক্লাইডন

    C
    অরবিটাল

    D
    উপ-শেল

    Note: পরমানু নিউক্লিয়াসের চারিদিকে যে এলাকার মধ্যে ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনা নব্বই শতাংশ সে এলাকার নাম অরবিটাল।
    1. Report
  9. Question: একটি পরমানুর কক্ষপথ বা শক্তিস্তরের আকার প্রকাশ করা হয় যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে তাকে বলা হয়-

    A
    প্রধান কোয়অন্টাম সংখ্যা

    B
    সহকারী কোয়ান্টাম সংখ্যা

    C
    ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা

    D
    স্পিন কোয়ান্টাম সংখ্যা

    Note: Not available
    1. Report
  10. Question: কোয়অন্টাম সংখ্যা দ্বারা নির্দেশিত হয় না কোনটি?

    A
    পরমাণুর আকার

    B
    পরমাণুর আকৃতি

    C
    ত্রিমাত্রিক দিক বিন্যাস

    D
    পরমাণুর প্রকৃতি

    Note: মূলত কোয়অযন্টাম সংখ্যা দ্বারা কোন পরমাণুতে প্রতিটি ইলেকট্রনের শক্তিস্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং অক্ষ বরাবর ইলেকট্রন গুলোর ঘূর্ণন দিক প্রকাশ করা হয়।
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd