Question: গ্লিসারিন এর স্ফূটনাংক `296_0c` অবিশুদ্ধ গ্লিসারিনকে বিশোধনের উদ্দেশ্যে আংশিক পাতন করতে গেলে তার স্ফুটনাঙ্কে পৌছানোর অনেক আগেই তা তাপে বিয়োজিত হয়ে যায়। তাহলে কীভাবে গ্লিসারিন বিশোধন করা যায়?
Question: নিচের কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে?
A
4f
B
5d
C
6p
D
7s
Note: আউফবাউ নীতি অনুযায়ী, (n + i) এর মান সমান হলে যার n এর মান কম, সে অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে।
4f = (n + i) = 4 + 3 =7
5d = (n + i) = 5 + 2 = 7
6p = (n + i) = 6 + 1 = 7
7s = (n + i) = 7 + 0 = 7
প্রতিটি অরবিচটালে (N + i) এর মান সমান হলে ও 4f অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে।
Question: একটি অরবিটালে চারটি কোয়ান্টাম সংখ্যার মান n = 3, 1 = 2, m = 1 এবং s = +1/2 হলে ইলেকট্রনের সংখ্যঅ হবে-
A
1
B
2
C
5
D
10
Note: পলির বর্জন নীতি অনুসারে, একিট পরমাণবিক অরবিটালে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে যদি তাদের স্পিন ^+-1/2 হয়।
যেহেতু s এর মান + 1/2, তাই ইলেকট্রন সংখ্যা হবে 1টি।