1. Question: কোন শিল্পে আংশিক পাতন ব্যাপক ব্যবহৃত হয়?

    A
    পেট্রোলিয়অম বিশোধনে

    B
    ফেনল উৎপাদননে

    C
    রঙ শিল্পে

    D
    মৃৎ শিল্পে

    Note: Not available
    1. Report
  2. Question: পানিতে অদ্রবনীয় কিন্তু স্টীমে উদ্বায়ী যৌগের বিশোধনের পদ্ধতি হল-

    A
    নিম্ন পাতন

    B
    আংশিক পাতন

    C
    ঊধ্র্ব পাতন

    D
    বাষ্প পাতন

    Note: Not available
    1. Report
  3. Question: জৈব যৌগের পৃথকীকরণ ও বিশোধনের পদ্ধতি কোনটি?

    A
    অনুপেষ পাতন

    B
    ঊধ্র্ব পাতন

    C
    ক্রোমাটোগ্রাফী

    D
    রাসায়নিক প্রণালী

    Note: Not available
    1. Report
  4. Question: নির্দিষ্ট দ্রাবক ব্যবহার করে ব্যান্ড যুক্ত দ্রব্যগুলোকে ধুয়ে পৃথক করাকে বলে-

    A
    কলাম ক্রোম্যাট্রোগ্রাফী

    B
    ইলিউশন

    C
    ইলিউয়েট

    D
    সবগুলো

    Note: Not available
    1. Report
  5. Question: গাছের পাতা ও বাকল থেকে Alkaloid জাতীয় ঔষধ নিষ্কাশন করা হয় কোন পদ্ধতিতে?

    A
    বাষ্প পাতন

    B
    উধ্র্ব পাতন

    C
    দ্রাবক নিষ্কাশন

    D
    আংশিক পাতন

    Note: Not available
    1. Report
  6. Question: গ্লিসারিন এর স্ফূটনাংক `296_0c` অবিশুদ্ধ গ্লিসারিনকে বিশোধনের উদ্দেশ্যে আংশিক পাতন করতে গেলে তার স্ফুটনাঙ্কে পৌছানোর অনেক আগেই তা তাপে বিয়োজিত হয়ে যায়। তাহলে কীভাবে গ্লিসারিন বিশোধন করা যায়?

    A
    স্টিম পাতন

    B
    নিম্ন পাতন

    C
    দ্রাবক নিষ্কাশন

    D
    ক্লোমোটোগ্রাফি

    Note: Not available
    1. Report
  7. Question: নিচের কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে?

    A
    4f

    B
    5d

    C
    6p

    D
    7s

    Note: আউফবাউ নীতি অনুযায়ী, (n + i) এর মান সমান হলে যার n এর মান কম, সে অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে। 4f = (n + i) = 4 + 3 =7 5d = (n + i) = 5 + 2 = 7 6p = (n + i) = 6 + 1 = 7 7s = (n + i) = 7 + 0 = 7 প্রতিটি অরবিচটালে (N + i) এর মান সমান হলে ও 4f অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে।
    1. Report
  8. Question: ‘f' অরবিটাল সর্বমোট কয়টি ইলেকট্রন ধারণ করতে পারে?

    A
    10

    B
    8

    C
    18

    D
    14

    Note: Not available
    1. Report
  9. Question: একটি অরবিটালে চারটি কোয়ান্টাম সংখ্যার মান n = 3, 1 = 2, m = 1 এবং s = +1/2 হলে ইলেকট্রনের সংখ্যঅ হবে-

    A
    1

    B
    2

    C
    5

    D
    10

    Note: পলির বর্জন নীতি অনুসারে, একিট পরমাণবিক অরবিটালে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে যদি তাদের স্পিন ^+-1/2 হয়। যেহেতু s এর মান + 1/2, তাই ইলেকট্রন সংখ্যা হবে 1টি।
    1. Report
  10. Question: 2p অরবিটালের n, 1এবং ম এর মান হচ্ছে যথাক্রমে-

    A
    2,1,2

    B
    2,1,(-1,0,1)

    C
    2,2,(-1)

    D
    1,1,0

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd