1. Question: 9, 10, 11, 17 এবং 18 পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলসমূহের মধ্যে কোনটি সর্বাধিক তড়িৎ-ধনাত্মক?

    A
    9

    B
    10

    C
    11

    D
    17

    Note: 10 ও 18 পারমাণবিক সংখ্যা বিশিস্ট মৌলগুলো হল নিস্ক্রিয় গ্যাস, 9 ও 17 হলো হ্যালোজেন এবং 11 হল ক্ষার ধাতু (সোডিয়াম)। আমরা জানি, ক্ষারধাতু হলো সর্বাধিক তড়িৎ ধনাত্মক।
    1. Report
  2. Question: `C1^-`-এর C1 এর প্রথম আয়নিকরণ বিভব-

    A
    কম

    B
    বেশী

    C
    একই

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  3. Question: পর্যায় সারনীতে ইলেকট্রোনেগেটিভিটি বাড়তে থাকে-

    A
    কোন নির্দিষ্ট নিয়ম না মেনে

    B
    উপর থেকে নীচে

    C
    ডান থেকে বামে

    D
    বাম থেকে ডানে

    Note: Not available
    1. Report
  4. Question: কোনটি বেশী ইলেকট্রো পজেটিভ?

    A
    Na

    B
    K

    C
    Rb

    D
    Cs

    Note: Not available
    1. Report
  5. Question: পর্যায় সারনিক কোন গ্রুপের মৌলসমূহের ইলেকট্রন আসক্তি সর্বাপেক্ষা বেশী?

    A
    ক্ষার ধাতু

    B
    মৃত্তিকা ক্ষার ধাতু

    C
    নিস্ক্রিয় মৌল

    D
    হ্যালোজেন

    Note: হ্যালোজেনসমূহের বহিঃস্থ স্তরের সাধারণ ইলেকট্রন বিন্যাস `ns^2 np^5`। তাই এরা সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি দেখায়।
    1. Report
  6. Question: মৌলগুলির ইলেক্ট্রোনেটিভির ক্রম-

    A
    C<N<Si<P

    B
    N>C>P>Si

    C
    Si>F>N>C

    D
    P>Si>N>C

    Note: মৌলগুলির ইলেক্ট্রোনেটিভির ক্রম, Li<Be<Si<B<P<C<N<O<F
    1. Report
  7. Question: প্রথম আয়নিকরণ বিভাগের ক্রম-

    A
    C>N>O>F

    B
    O>N>F>C

    C
    O>F>N>C

    D
    F>N>O>C

    Note: Not available
    1. Report
  8. Question: F, Cl, Br ও I এর ইলেকট্রন আসক্তির ক্রম-

    A
    Cl>F>Br>I

    B
    Cl>N>Br>I

    C
    I>Br>Cl>F

    D
    F>Br?Cl>I

    Note: Not available
    1. Report
  9. Question: নিচের কোনটির আয়নিকরণ বিভব সর্বাধিক?

    A
    F

    B
    Cl

    C
    Na

    D
    K

    E
    Ba

    Note: সাধারণত পর্যায় সারণীতে যত বাম থেকে ডানে যাওয়া যায় এবং যত একটি গ্রুপে নিট থেকে উপরে যাওয়া যায় ততই আয়নীকরণ বিভব বাড়তে থাকে। যেহেতু F, Cl, Na,K এবং Ba এর মধ্যে সর্ব উপরের এবং সর্ব ডানের মৌল F এই জন্য F এর আয়নীকরণ বিভব সবচেয়ে বেশি হবে।
    1. Report
  10. Question: নিম্নের কোনটি আয়নিকরণ বিভবের সঠিক ক্রম?

    A
    K > Na > Li

    B
    K < Na < Li

    C
    Be > Mg > Ca

    D
    N > O > F

    E
    F < Cl < Br

    Note: একই গ্রুপে উপর থেকে নিচের দিকে আকার বৃ্দ্ধির সাথে সাথে আয়নীকরণ শক্তি হ্রাস পায় েএবং বাম থেকে ডানে আকার হ্রাসের সাথে সাথে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়।
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd