1. Question: জিপিএস ব্যবহার করে আমরা নিচের কোনটি সহজে করতে পারি?

    A
    গাড়ি মেরামত করা

    B
    ট্রেনের টিকেট কেনা

    C
    অবস্থান নির্ণয়ের মাধ্যমে গাড়ি চালানো

    D
    ছবি তোলা

    Note: Not available
    1. Report
  2. Question: পৃথিবীতে এখন সম্পদশালী দেশ হচ্ছে-

    A
    যারা লেখাপড়া শিখে শিক্ষিত

    B
    যারা জ্ঞান চর্চা করে

    C
    যাদের তেলের খনি রয়েছে

    Note: Not available
    1. Report
  3. Question: আইসিটি ডিভাইসগুলো-

    A
    দ্রুত

    B
    সাশ্রয়ী

    C
    সহজলভ্য

    Note: Not available
    1. Report
  4. Question: সম্পদশালী দেশের অধিকাংশ মানুষেরা-

    A
    শিক্ষিত হয়

    B
    বিশালদেহী হয়

    C
    জ্ঞানচর্চা করে

    Note: Not available
    1. Report
  5. Question: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর গৃহস্থালী সামগ্রী হলো-

    A
    মাইক্রোওয়েভ ওভেন

    B
    ওয়াশিং মেশিন

    C
    এটিএম মেশিন

    Note: Not available
    1. Report
  6. Question: আইসিটির ব্যবহার দৈনন্দিন জীবনকে করেছে-

    A
    স্বাচ্ছন্দম্য়

    B
    সুন্দর

    C
    সহজ

    Note: Not available
    1. Report
  7. Question: আইসিটিকে আরো গতিময় করে-

    A
    নতুন নতুন হার্ডওয়্যারের উদ্ভাবন

    B
    নতুন নতুন তত্ত্বের উদ্বাবন

    C
    নতুন নতনরু সফটওয়্যারের উদ্ভাবন

    Note: Not available
    1. Report
  8. Question: স্বাস্থ্য সেবায় ব্যভহৃত আইসিটি ডিভাইস-

    A
    সিটি স্ক্যান মেশিন

    B
    ইন্টারএ্যাকটিভ বোর্ড

    C
    আল্ট্রাসনোগ্রাফি মেশিন

    Note: Not available
    1. Report
  9. Question: বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারবিহীন যোগাযোগ মাধ্যম কোনটি?

    A
    রেডিও

    B
    টেলিভিশন

    C
    মোবাইল

    D
    ল্যান্ডফোন

    Note: - মোবাইল ফোনে কথাবার্তা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হচ্ছে- বেতার বা ওয়্যারলেস সংকেত হিসেবে। - ল্যান্ডফোনে কথাবার্তা এক জায়গা থেকে অন্য জায়গায় যায় বৈদ্যুতিক তারের ভিতর দিয়ে- বৈদ্যুতিক সংকেত হিসেবে। - ছবি তুলতে, গান শুনতে বা ইন্টারনেট ব্যবহার করতে পারা যাচ্ছে যে মোবাইলের মাধ্যমে, তাকে বলা হয় স্মার্টফোন।
    1. Report
  10. Question: প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলার কারণ হচ্ছে প্রসেসর-

    A
    মাদার বোডর্ের সাথে সংযুক্ত থাকে

    B
    কম্পিউটারের নির্দেশক হিসেবে কাজ করে

    C
    তথ্যের প্রক্রিয়াকরণের কাজ করে

    Note: - মাদারবোর্ডে যে সব ইলেকট্রনিক্স খুঁটিনাটি আছে তার মধ্যে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ হচ্ছে- প্রসেসর। - প্রসেসরের মধ্যে দিয়ে অনেক বিদ্যুত প্রবাহিত হয় কারণ- প্রতি মুহূর্তে প্রসরের লক্ষ-কোটি হিসাব নিকাশ করে। - প্রসেসরকে আলাদাভাবে ফ্যান দিয়ে ঠান্ডা না করলে সেটা- পুড়ে যেতে পারে।
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd