1. Question: কোনটির ব্যবহারের ফলে আমাদের দেশের ইন্টারনেট লাইন আগের চাইতে অনেক দ্রুত হয়েছে?

    A
    মডেম

    B
    অপটিক্যাল ফাইবার

    C
    টেলিফোন নেটওয়ার্ক

    D
    উপগ্রহ

    Note: Not available
    1. Report
  2. Question: জিপিএস দিয়ে আমরা কী করতে পারি?

    A
    গান শুনতে পারি

    B
    ছবি তুলতে পারি

    C
    পথে ঘাটে চলাফেরা করতে পারি

    D
    রেডিও শুনতে পারি

    Note: Not available
    1. Report
  3. Question: বর্তমানে সারা পৃথিবীতে তথ্য উপাত্ত পাঠানেরা জন্য সম্পূর্ণ নতুুন প৪্রযুক্তি গড়ে উঠেছে। প্রযুক্তিটির নাম কী?

    A
    স্যাটেলােইট

    B
    অপটিক্যাল ফাইবার

    C
    মডেম

    D
    এন্টেনা

    Note: Not available
    1. Report
  4. Question: হাসিব একটি স্মপার্টফোন কিনেছে। এখন সে এই অত্যাধুনিক মোবাইল ফোন দিয়েই-

    A
    ছবি তুলতে পারে

    B
    গান শুনতে পারে

    C
    ইন্টারনেট ব্যবহার করতে পারে

    Note: Not available
    1. Report
  5. Question: স্মার্ট ফোন দ্বারা করা যায়-

    A
    রেডিও শোনা

    B
    জিপিএস ব্যবহার করে পথঘাট চেনা

    C
    গেম খেলা

    Note: Not available
    1. Report
  6. Question: মোডেম দ্বারা যুক্ত হয়-

    A
    কম্পিউটার ও কম্পিউটার

    B
    কম্পিউটার ও টেলিফোন

    C
    টেলিফোন ও টেলিফোন

    Note: Not available
    1. Report
  7. Question: স্যাটেলাইটের কাজ-

    A
    এন্টেনা হতে উপাত্ত সংগ্রহ করা

    B
    সংগৃহীত উপাত্তগুলো ছড়িয়ে দেয়া

    C
    পৃথিবীর প্রদক্ষিণ করা

    Note: Not available
    1. Report
  8. Question: আমাদের দেশে বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ কত?

    A
    ২০০

    B
    ২২০

    C
    ২৪০

    D
    ২৬০

    Note: - আমরা বৈদ্যুতিক শক অনুভব করতে পারি যদি বিদ্যুতের ভোল্টেজ- ৫০ ভোল্টের বেশি হয়। - আমাদের মস্তিষ্ক থেকে স্নায়ুর ভিতর পাঠানো সংকেতগুলো খুবই অল্প পরিমাণের বৈদ্যুতিক সংকেত। - আমাদের দেশের বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ ২২০ ভোল্ট, তাই তা আমাদের শরীর স্পর্শ করলে আমরা ভয়ানক বৈদ্যুতিক শক অনুভব করব।
    1. Report
  9. Question: কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সবাইকে কোন বিষয়ে বেশি সতর্ক থাকা উচিত?

    A
    সময়ের

    B
    বৈদ্যুতিক সংযোগ

    C
    মানসিক ক্লান্তি

    D
    দূর্যোগপূর্ণ আবহাওয়া

    Note: - ডেস্কটপ কম্পিউটারকে সবসময় আর ল্যাপটপ কম্পিউটারকে তার ব্যাটারি চার্জ করার সময়- বৈদ্যুতিক সংযোগ দিতে হয়। - বিদ্যুতের সঠিক ব্যবহারের ক্ষেত্রে আমাদের যেটা সব সময় মেনে চলতে হবে, ত হলো- সঠিক সকেট থেকে সঠিক প্লাগে বিদ্যুৎ সংযোগ। - বিদ্যুতের সঠিক ব্যবহারে নিশ্চিত হবে- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার।
    1. Report
  10. Question: সিআরটি মনিটর পরিষ্কার করার জন্য প্রথমে কী ব্যভহার করা উচিত?

    A
    নরম সুতি কাপড়

    B
    মোটা সুতি কাপড়

    C
    ভেজা সুতি কাপড়

    D
    গ্লাস ক্লিনার

    Note: - সিআরটি মনিটর পরিষ্কারের ক্ষেত্রে গ্লাস ক্লিানারের বিকল্প হিসেবে পানির সাথে আমরা ব্যবহার করতে পারি- ভিনেগার। - সিআরটি মনিটর পরিষ্কারের ক্ষেত্রে নরম সুতি কাপড়ের সাতে ব্যবহার করা যায়- গ্লাস ক্লিনার। - সিআরটি মনিটর পরিষ্কারের ক্ষেত্রে আমরা যা যা ব্যবহার করতে পারি, তা হলো- নরম সুতি কাপড়, গ্লাস ক্লিানার এবং ভিনগার।
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd