1. Question: কোনটি সালাতের আরকান

    A
    রুকু করা

    B
    সিজদাহ করা

    C
    শেষ বৈঠকে করা

    D
    উপরের সবগুলো

    Note: সালাতের আরকান সমূহঃ- ১. তাকবীরে তাহরীমা বলে নামায শুরু করা ২. সক্ষম হলে দাড়িয়ে নামাজ পড়া ৩. কেরাত পড়া ৪. রুকু করা ৫. সেজদা করা ৬. নামাযে শেষ বৈঠকে বসা এবং ৭. ডানে বামে সালাম ফিরায়ে নামাজ শেষ করা।
    1. Report
  2. Question: সালাতের ওয়াজিব কয়টি?

    A
    ১৮টি

    B
    ১৬টি

    C
    ১৪টি

    D
    ১২টি

    Note: Not available
    1. Report
  3. Question: তোমার বন্ধুর পায়ে প্রচন্ড ব্যথা এবং দাঁড়াতে পারছেনা। যখন নামাজ আদায় করবে তখন সে কী করবে?

    A
    নামাজ পড়বে না

    B
    দাঁড়ানোর অংশটি উপেক্ষা করবে

    C
    বসেই রুকু করবে

    D
    পা ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করবে

    Note: [প্রা.শি.স.প. ২০১৩]
    1. Report
  4. Question: সাহু সিজদাহ্‌ আদায় করার প্রয়োজন হয় কখন?

    A
    ভুলক্রমে ফরজ বাদ পড়লে

    B
    ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে

    C
    ইচ্ছা করে সুন্নত ছেড়ে দিলে

    D
    ভুলক্রমে কোন ওয়াজিব বাদ পড়লে

    Note: Not available
    1. Report
  5. Question: সাহু সিজদাহ্‌ কী?

    A
    মুস্তাহাব সিজদাহ্‌

    B
    ভুল সংশোধনের সিজদাহ্‌

    C
    নফল সিজদাহ্‌

    D
    ফরজ সিজদাহ্‌

    Note: Not available
    1. Report
  6. Question: মসজিদ অর্থ কী?

    A
    নবী-রাসুলের ঘর

    B
    সিজদাহ্‌ করার স্থান

    C
    পড়াশুনার জায়গা

    D
    বিশ্রামের জায়গা

    Note: Not available
    1. Report
  7. Question: মসজিদ কী?

    A
    সালাত আদায়ের জন্য নির্ধারিত ইবাদতখানা

    B
    বিশ্রামের জন্য সুন্দর অট্রালিকা

    C
    মুসাফিরদের জন্য থাকার বিশেষ স্থান

    D
    উচ্চবিত্তের কাজের জায়গা

    Note: Not available
    1. Report
  8. Question: সাওম শব্দের অর্থ কী?

    A
    দাসত্ব করা

    B
    পরোপকার করা

    C
    আনুগত্য করা

    D
    বিরত থাকা

    Note: Not available
    1. Report
  9. Question: সাওমকে ফারসি ভাষায় কী বলা হয়?

    A
    জাকাত

    B
    আকিকা

    C
    রোজা

    D
    ইবাদত

    Note: Not available
    1. Report
  10. Question: সাওম পালন করালে কী হয়?

    A
    রাজনীতিবিদ হওয়া যায়

    B
    ইমাম হওয়া যায়

    C
    আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়

    D
    উপরের সবই ঠিক

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd