1. Question: কী ছাড়া কোনো প্রাণী বাঁচাতে পারে না?

    A
    নাইট্রোজেন

    B
    গ্যাস

    C
    বিদ্যুৎ

    D
    অক্সিজেন

    Note: Not available
    1. Report
  2. Question: আমাদের জন্য মহান আল্লাহ তাআলা শক্তির উৎস হিসেবে কী সৃষ্টি করেছেন?

    A
    চাঁদ

    B
    সূর্য

    C
    নক্ষত্র

    D
    ধূমকেতু

    Note: Not available
    1. Report
  3. Question: যা আমরা দেখতে পাই, সেগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। যেগুলো দেখতে পাই না সেগুলো কে সৃষ্টি করেছেন?

    A
    কেউ তা জানে না

    B
    ভিন্ন গ্রহের প্রাণীরা

    C
    মহান আল্লাহই

    D
    দেখা যায় না এমন সৃষ্টি নেই

    Note: [প্রা.শি.স.প. ২০১৩]
    1. Report
  4. Question: পানিচক্রের স্রষ্টা কে ?

    A
    মহান আল্লাহ

    B
    নবী-রাসুলগণ

    C
    পানি বিশেষজ্ঞগণ

    D
    ডাক্তারগণ

    Note: Not available
    1. Report
  5. Question: ”তোমরা যে পানি পান করো সে সম্পর্কে তোমারা ভেবে দেখেছ কি? এ পানি মেঘ থেকে তোমরাই নামিয়ে আন, না আমি বর্ষণ করি “ আয়াতটি কোন সুরার ?

    A
    সুরা আল-বাকারা

    B
    সুরা নাস

    C
    সুরা ওয়াকিয়া

    D
    সুরা আল-ইমরান

    Note: أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَأَ * أَنْتُمْ أَنْزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنْزِلُونَ ”তোমরা যে পানি পান করো সে সম্পর্কে তোমারা ভেবে দেখেছ কি? এ পানি মেঘ থেকে তোমরাই নামিয়ে আন, না আমি বর্ষণ করি “ সুরা ওয়াকিয়া, আয়াত: ৬৮-৬৯ ।
    1. Report
  6. Question: ”যারা বলে, ‘আমাদের রব আল্লাহ’ এরপর অবিচলিত থাকে। তাদের নিকট ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় পেয়ো না, চিন্তিত হয়ো না এবং তোমাদেরকে যে জান্নাতের কথা দেওয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও।” আয়াতটি কোন সুরার ?

    A
    সুরা যুমার

    B
    সুরা হা-মিম সাজদাহ

    C
    সুরা নিসা

    D
    সুরা আল-বাকারা

    Note: সুরা সাজদাহ ”যারা বলে, ‘আমাদের রব আল্লাহ’ এরপর অবিচলিত থাকে। তাদের নিকট ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় পেয়ো না, চিন্তিত হয়ো না এবং তোমাদেরকে যে জান্নাতের কথা দেওয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও।” -সুরা হা-মিম সাজদাহ (আয়াতঃ ৩০)
    1. Report
  7. Question: আল্লাহ গাফুরুন নামের অর্থ কী ?

    A
    আল্লাহ অতি ক্ষমাশীল

    B
    আল্লাহ সর্বশ্রোতা

    C
    আল্লাহ অতি সহনশীল

    D
    আল্লাহ সর্বশক্তিমান

    Note: Not available
    1. Report
  8. Question: ইবাদত শব্দের অর্থ কী ?

    A
    প্রার্থনা

    B
    আনুগত্য

    C
    দান করা

    D
    সিয়াম সাধনা

    Note: [প্রা.শি.স.প. ২০১৩]
    1. Report
  9. Question: ইসলাম কয়টি রুকুন-এর ওপর প্রতিষ্ঠিত?

    A
    তিনটি

    B
    চারটি

    C
    পাঁচটি

    D
    সাতটি

    Note: [প্রা.শি.স.প. ২০১৩]ইসলামের রুকুন পাঁচটিঃ ১.ইমান আনা ২.সালাত আদায় করা ৩.জাকাত প্রদান করা ৪.হজ্ব পালন করা ৫.রমজানের সাওম পালন করা।
    1. Report
  10. Question: সালাতের নিষিদ্ধ সময় কয়টি ?

    A
    তিনটি

    B
    চারটি

    C
    পাঁচটি

    D
    সাতটি

    Note: সালাতের নিষিদ্ধ সময় সমূহঃ ১. ঠিক সূর্যোদয়ের সময়, ২. ঠিক দ্বিপ্রহরের সময় ও ৩. সূর্যাস্তের সময় ।
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd