আলোর প্রতিসরণ
 
  1. Question: স্বাভাবিক চোখের জন্য দূরবিন্দু কত দূরত্বে থাকে?

    A
    অসীম দূরত্বে

    B
    ২৫ সে.মি.

    C
    ১০ সে.মি.

    D
    ২.৫ সে.মি.

    Note: চোখের দূরতম দূরত্ব: স্বাভাবিক চোখে সবচেয়ে দূরের যে বিন্দু পর্যন্ত লক্ষ্যবস্তুকে স্পষ্ট দেখা যায় তাক স্পষ্ট দর্শনের চোখের দূরতম দূরত্ব বলে। স্বাভাবিক চোখ অসীম দূরের বস্তুকেও দেখতে পারে। এই জন্য অসীম দূর অবস্থিত কোন বিন্দু স্বাভাবিক চোখের জন্য দূরতম দূরত্ব বলে ধরে নেয়া যায়।
    1. Report
  2. Question: চোখের সাহায্যে বিভিন্ন দূরত্বের বস্তু দেখা যায় কেন?

    A
    রেটিনার আকৃতি পরিবর্তিত হয় বলে

    B
    লেন্সের ফোকাস দূরত্ব পরিবর্তিত হতে পারে বলে

    C
    রেটিনা ও লেন্সের মধ্যবর্তী দূরত্ব পরিবর্তিত হতে পারে বলে

    D
    চোখে ভিট্টিয়াস হিউমার থাকে বলে

    Note: Not available
    1. Report
  3. Question: চোখের উপযোজন-এর সাথে নিচের কোন বিষয়টির অধিক মিল?

    A
    লক্ষ্যবস্তুর দূরত্বভেদে লেন্সের আকৃতি পরিবর্তিত হওয়া

    B
    সৃষ্ট দর্শনের নিকটতম দূরত্ব

    C
    সৃষ্ট দর্শনের নিকট বিন্দু

    D
    মস্তিষ্কে দর্শনানুভূতি সৃষ্টি হওয়া

    Note: আমরা চোখের সাহায্যে বিভিন্ন দূরত্বের বস্তু দেখি। চোখের লেন্সের একটি বিশেষ গুণ হচ্ছে এর আকৃতি প্রয়োজন মতো বদলে যায় ফলে ফোকাস দূরত্বের পরিবর্তন ঘটে। ফোকাস দূরত্বের পরিবর্তনের ফলে লক্ষ্যবস্তুর যে কোনো অবস্থানের জন্য লেন্স থেকে একই দূরত্বে অর্থাৎ রেটিনার উপর স্পষ্ট বিম্ব গঠিত হয়। যে কোনো দূরত্বের বস্তু দেখার জন্য চোখের লেন্সের দূরত্ব নিয়িন্ত্রণ করার এই ক্ষমতাকে চোখের উপযোজন বলে।
    1. Report
  4. Question: চোখের সামনে একটি জ্বলন্ত মশাল জোরে ঘোরালে আমরা চোখে আগুনের একটি বৃত্ত দেখি। এই ঘটনার সাথে কোন বিষয়টির সম্পর্ক আছে?

    A
    চোখের দূরদৃষ্টি

    B
    চোখের ক্ষীণ দৃষ্টি

    C
    দর্শনানুভূতির স্থায়িত্বকাল

    D
    চোখের উপযোজন

    Note: Not available
    1. Report
  5. Question: দুটি বস্তুর পারস্পরিক দূরত্ব নির্ণয়ে চোখের কোন বিষয়টির ভূমিকা আছে?

    A
    রেটিনার

    B
    চোখের সংযোজন ক্ষমতা

    C
    দ্বৈত চোখের ক্রিয়া

    D
    রড ও কোণের সংবেদনশীলতা

    Note: Not available
    1. Report
  6. Question: আমাদের দু চোখে একটি বস্তুর কয়টি প্রতিবিম্ব গঠিত হয়?

    A
    ১টি

    B
    ২টি

    C
    ৩টি

    D
    ৪টি

    Note: Not available
    1. Report
  7. Question: বস্তুর ত্রিমাত্রিক ধারণা সৃষ্টি হয় চোখের কোন বিষয়টির জন্য?

    A
    রড ও কোণের ক্রিয়া

    B
    দর্শনানুভূতির স্থায়িত্ব

    C
    দুটি চোখ থাকার জন্য

    D
    চোখের উপযোজন ক্ষমতার জন্য

    Note: Not available
    1. Report
  8. Question: আমাদের দু চোখে একটি বস্তুর কয়টি প্রতিবিম্ব গঠিত হয়?

    A
    ১টি

    B
    ২টি

    C
    ৩টি

    D
    ৪টি

    Note: Not available
    1. Report
  9. Question: চক্ষুলেন্স দ্বারা গঠিত বিম্ব কিরূপ?

    A
    অবাস্তব ও উল্টা

    B
    বাস্তব ও সোজা

    C
    বাস্তব ও উল্টা

    D
    অবাস্তব ও সোজা

    Note: Not available
    1. Report
  10. Question: রেটিনায় সৃষ্ট বিম্ব কিসের সাহায্যে মস্তিষ্কে যায়?

    A
    শ্বেতমন্ডল

    B
    কৃষ্ণমন্ডল

    C
    আইরিশ

    D
    চক্ষু স্নায়ু

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd