Question: কলমের খালি মুখে ফুঁ দিলে যান্ত্রিক শক্তি কোনটিতে রূপান্তরিত হয়?
Aরাসায়নিক শক্তি
Bবিভবশক্তি
Cযান্ত্রিকশক্তি
Dশব্দশক্তি
Note: কলমের খালি মুখে ফুঁ দিলে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। এক্ষেত্রে কলমের খালি মুখ একমুখ বন্ধ নলের ন্যায় আচরণ করে। কলমের খালি মুখে ফুঁদিলে এর মধ্যস্থিত বায়ুস্তর সমূহ কম্পিত হয় এবং শব্দ তৈরি হয়।