কাজ, ক্ষমতা ও শক্তি
 
  1. Question: বল প্রয়োগের ফলে যদি বস্তু বলের বিপরীত দিকে সরে যায় তাহলে তাকে কী বলে?

    A
    বলের দ্বারা কাজ

    B
    সান্দ্রতা

    C
    বলের বিরুদ্ধে কাজ

    D
    প্লবতা

    Note: Not available
    1. Report
  2. Question: বল প্রয়োগের ফলে বস্তু যদি বলের দিকে সরে যায় তাহলে তাকে কী বলে?

    A
    শূণ্য কাজ

    B
    বলের দ্বারা কাজ

    C
    বিকৃতি

    D
    বলের বিরুদ্ধে কাজ

    Note: Not available
    1. Report
  3. Question: মেঝে হতে ডাস্টার উপরে উঠানো হলে কোন বলের বিরুদ্ধে কাজ করা হয়?

    A
    তড়িৎ বল

    B
    নিউক্লিও বল

    C
    অভিকর্ষ বল

    D
    মহাকর্ষ বল

    Note: কোন বস্তুর ওজন তথা অভিকর্ষ বল পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে। একটি ডাস্টারকে মেঝে থেকে উপরে উঠানো হলে সরণ অভিকর্ষ বলের দিকের বিপরীত দিকে সরণ ঘটে। বল প্রয়োগের ফলে যদি বলের বিপরীত দিকে সরণ ঘটে তখন বলের বিরুদ্ধে কাজ হয়।
    1. Report
  4. Question: কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে কী বলে?

    A
    ক্ষমতা

    B
    ত্বরণ

    C
    ক্যান্ডেল

    D
    শক্তি

    Note: Not available
    1. Report
  5. Question: কোনো বস্তুর কাজ করার সামর্থকে কী বলে?

    A
    শক্তি

    B
    ক্ষমতা

    C
    ওয়াট

    D
    জুল

    Note: Not available
    1. Report
  6. Question: ভূ-পৃষ্ঠ হতে একটি বস্তুকে খাড়া উপরে তোলা হলে তার মধ্যে কীরূপ শক্তি সঞ্চিত হবে?

    A
    গতি শক্তি

    B
    রাসায়নিক শক্তি

    C
    বিভব শক্তি

    D
    তাপ শক্তি

    Note: Not available
    1. Report
  7. Question: কোনটি সংরক্ষণশীল বল?

    A
    অভিকর্ষ বল

    B
    অস্পর্শ বল

    C
    মহাকর্ষ বল

    D
    সান্দ্র বল

    Note: Not available
    1. Report
  8. Question: কোনটির ওপর অভিকর্ষজ বিভব শক্তির মান নির্ভর করে না?

    A
    ভর

    B
    অভিকর্ষীয় ত্বরণ

    C
    সময়

    D
    উচ্চতা

    Note: Not available
    1. Report
  9. Question: নিচের কোন রাশিগুলোর মাত্রা ও একক অভিন্ন?

    A
    বিভব ও তড়িৎ প্রবাহ

    B
    কাজ ও শক্তি

    C
    তাপ ও তাপমাত্রা

    D
    বেগ ও সরণ

    Note: Not available
    1. Report
  10. Question: কোনটি স্কেলার রাশি?

    A
    ক্ষমতা

    B
    শক্তি

    C
    বেগ

    D
    তড়িৎ তীব্রতা

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd