তরঙ্গ ও শব্দ
 
  1. Question: তরঙ্গ-

    A
    পর্যাবৃত্ত আন্দোলন

    B
    সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন

    C
    শক্তি সঞ্চালিত করে

    Note: Not available
    1. Report
  2. Question: কম্পাঙ্কের একক-

    A
    Hz

    B
    `S^(-1)`

    C
    সাইকেল/সেকেন্ড

    Note: Not available
    1. Report
  3. Question: পানির তরঙ্গের ক্ষেত্রে কম্পনের দিক ও তরঙ্গের দিকের মধ্যবর্তী কোণ কত?

    A
    `0^0`

    B
    `180^0`

    C
    `90^0`

    D
    `45^0`

    Note: Not available
    1. Report
  4. Question: বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গের দিক ও বায়ুস্তরের কম্পনের মধ্যবর্তী কোণ কত?

    A
    `0^0`

    B
    `180^0`

    C
    `90^0`

    D
    `120^0`

    Note: Not available
    1. Report
  5. Question: অনুপ্রস্থ তরঙ্গ-

    A
    পানি তরঙ্গ

    B
    শব্দ তরঙ্গ

    C
    আলোক তরঙ্গ

    Note: যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে বা সমকোণে অগ্রসর হয় তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। অনুপ্রস্থ তরঙ্গে তরঙ্গশীর্ষ ও তরঙ্গপাদ তৈরি হয়। পানির তরঙ্গ, আলোর তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গের উদাহারণ।
    1. Report
  6. Question: অনুপ্রস্থ তরঙ্গের-

    A
    সর্বোচ্চ বিন্দুকে তরঙ্গশীর্ষ বলে

    B
    সর্বনিম্ন বিন্দুকে তরঙ্গ পাদ বলে

    C
    উদাহারণ হলো বায়ু মাধ্যমে শব্দের তরঙ্গ

    Note: Not available
    1. Report
  7. Question: তরঙ্গ-

    A
    কণাগুলোর স্থায়ী স্থানান্তর হয়

    B
    একস্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত হয়

    C
    প্রতিফলন ও প্রতিসরণ ঘটে

    Note: Not available
    1. Report
  8. Question: তরঙ্গের বৈশিষ্ট্য-

    A
    তরঙ্গের বেগ ও মাধ্যমের কণাসমূহের স্পন্দনের বেগ একই থাকে

    B
    তরঙেগ্র বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে

    C
    তরঙেগ্র প্রতিফলন প্রতিসরণ ও উপরিপাতন ঘটে

    Note: ভিন্ন ভিন্ন মাধ্যমে তরঙ্গের বেগ বিভিন্ন। কঠিন মাধ্যমে তরঙ্গের বেগ সর্বাধিক হয়। আলোর তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ। আলোর প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ, অপবর্তন, উপরিপাতন ঘটে।
    1. Report
  9. Question: তরঙ্গের-

    A
    প্রতিফলন ঘটে

    B
    প্রতিসরণ ঘটে

    C
    উপরিপাতন ঘটে

    Note: Not available
    1. Report
  10. Question: তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা কোনো বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে আবার একই দিক থেকে সেই বিন্দুতে ফিরে এলে তাকে কী বলে?

    A
    পর্যায়কাল

    B
    বিস্তার

    C
    পূর্ণ স্পন্দন

    D
    তরঙ্গ দৈর্ঘ্য

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd