পদার্থের অবস্থা ও চাপ
 
  1. Question: সমান আয়তনের এক টুকরা কর্ক আর এক টুকরা লোহা পানিতে ছেড়ে দিলে দেখা যাবে-

    A
    কর্কের টুকরা পানিতে ভেসে আছে

    B
    লোহার টুকরা পানিতে ডুবে আছে

    C
    লোহার টুকরা পানিতে ভেসে আছে

    Note: বস্তুর ঘনত্ব কম হলে বস্তু পানিতে ভাসে এবং ঘনত্ব কম হলে পানিতে ডুবে যায়।
    1. Report
  2. Question: দুটি বস্তুর আয়তন সমান হলেও যার-

    A
    ঘনত্ব বেশি সেটি ভারী

    B
    ঘনত্ব কম সেটি ভারী

    C
    ঘনত্ব কম সেটি হালকা

    Note: Not available
    1. Report
  3. Question: মৃত সাগরে-

    A
    লবণ ও অন্যান্য অপদ্রব্য মিশ্রিত থাকে

    B
    পানির ঘনত্ব বেশি

    C
    মানুষ ডুবে যায় না

    Note: Not available
    1. Report
  4. Question: স্থির তরলে কোনো বস্তুকে ছেড়ে দিলে-

    A
    বস্তুটির উপর একই সঙ্গে দুটি বল ক্রিয়া করে

    B
    বস্তুর ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করে

    C
    নিমজ্জিত বস্তুর উপর তরলের প্লবতা উলম্বভাবে ওপরের দিকে ক্রিয়া করে

    Note: Not available
    1. Report
  5. Question: একটি কঠিন বস্তু কোনো তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভেসে থাকলে-

    A
    বস্তুর ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান

    B
    বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের সমান

    C
    বস্তুর ওপর প্লাবতা ক্রিয়া করে না

    Note: Not available
    1. Report
  6. Question: কোনো মানুশষ শূন্যে ভাসতে পারে না কিন্তু পানিতে ভাসতে পারে। কারণ-

    A
    পানির ঘনত্ব বায়ুর ঘনত্বের চেয়ে বেশি

    B
    বায়ুর উর্ধ্বমুখী বল অপেক্ষা কম

    C
    অপসারিত বায়ুর ওজন অপসারিত ওজনের চেয়ে কম

    Note: Not available
    1. Report
  7. Question: টরিসেলির পরীক্ষায় ব্যবহৃত কাচের নলটি-

    A
    নলটি পুরু

    B
    একমুখ খোলা

    C
    মধ্যপ্রান্ত অপেক্ষাকৃত মোটা

    Note: Not available
    1. Report
  8. Question: বায়ুমন্ডলীর চাপ নির্ভর করে-

    A
    বায়ুমন্ডলের উচ্চতার ওপর

    B
    বায়ুমন্ডলের ব্যাসার্ধের ওপর

    C
    বায়ুর ঘনত্বের ওপর

    Note: Not available
    1. Report
  9. Question: ভূ-পৃষ্ঠের সমুদ্র সমতল থেকে যত উপরে উঠা যায়-

    A
    বায়ুস্তরের ওজন তত বৃদ্ধি পায়

    B
    বায়ুর ঘনত্ব তত হ্রাস পায়

    C
    বায়ুর চাপ তত হ্রাস পায়

    Note: Not available
    1. Report
  10. Question: বায়ুমন্ডলের চাপ হ্রাস গেলে-

    A
    বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায়

    B
    মানুষের শ্বাস-প্রষ্বাসে সমস্যা

    C
    বায়ুস্তম্ভের ওজন হ্রাস পায়

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd