বল
 
  1. Question: স্যূটকেসে চাকা লাগানো ফলে-

    A
    ঘর্ষণের মান হ্রাস পায়

    B
    এটি টানা সহজতর হয়

    C
    আবর্ত ঘর্ষণের মান কমে যায়

    Note: Not available
    1. Report
  2. Question: পিচ্ছিলকারী পদার্থ-

    A
    মবিল

    B
    তেল

    C
    গ্রীজ জাতীয় পদার্থ

    Note: Not available
    1. Report
  3. Question: বৃষ্টির দিকে পিচ্ছিল অথবা কর্দমাক্ত রাস্তায়-

    A
    ঘর্ষণের পরিমাণ অত্যন্ত কমে যায়

    B
    গাড়ির টায়ার একস্থানে শুধু ঘুপাক খায়

    C
    ঘর্ষণের পরিমাণ এত বেড়ে যায় যে, গাড়ির চলা বন্ধ হয়ে যায়

    Note: Not available
    1. Report
  4. Question: টায়ারের উপরের পৃষ্ঠে বিভিন্ন ধরনের দাঁত বা খাঁজ কাটা থাকার ফলে বৃষ্টির দিনে-

    A
    বৃষ্টির পানি বা কাদা টায়ারের খাঁজের মধ্যে ঢুকে পড়ে

    B
    টায়ার পানি বা কাদাকে সজোরে বের করে দেয়

    C
    টায়ার রাস্তার তলকে ভালোভোবে আঁকড়ে ধরতে সক্ষম হয়

    Note: Not available
    1. Report
  5. Question: গাড়ির গতি বৃদ্ধি করা যায়-

    A
    টায়ারের পৃষ্ঠ মসৃণ করে

    B
    রাস্তার মৃসণতা বৃদ্ধি করে

    C
    গাড়ীর ব্রেকিং বল প্রয়োগ করে

    Note: Not available
    1. Report
  6. Question: ঘষর্ণ সীমিত করার উপায়-

    A
    ঘর্ষণ তলকে মসৃণ করা

    B
    লুব্রিক্যান্ট (পিচ্ছিলকারক তৈল) ব্যবহার করা

    C
    ঘর্ষণ স্থানাঙ্ক কম েএমন যন্ত্রাংশ ব্যবহাার করা

    Note: Not available
    1. Report
  7. Question: লুব্রিক্যান্ট ব্যবহার করা হয়-

    A
    কোনো ইঞ্জিনের গতিশীল যন্ত্রাংশের মধ্যবর্তী স্থানে

    B
    বাড়িতে সেলাই মেশিনে, তালায় বা কব্জাতে

    C
    রাস্তায়, গাড়ির চাকা এবং রাস্তার মধ্যবর্তী ঘষর্ণ কমানো জন্য

    Note: Not available
    1. Report
  8. Question: বল-বেয়ারিং হলো-

    A
    ক্ষুদ্র, মসৃণ ধাতব বল

    B
    সাধারণত ইস্পাতের তৈরি

    C
    যন্ত্রের গতিশীল অংশগুলো মর্ধবর্তী স্থানে বসানো বল

    Note: বল-বেয়ারিং হলো ক্ষুদ্র, মসৃণ ধাতব বল। এগুলো ষাধারণত ইস্পাতের তৈরি। এগুলো ব্যবহারের মাধ্যমে বিভিন্ন তলের মধ্যবর্তী ঘর্ষণকে কমানো সম্ভব। বল-বেয়ারিং গুলোর ঘর্ষণের ফলে যন্ত্রের গতিশীল অংশগুলো পরস্পরের সঙ্গে সরাসরি ঘর্ষণ সৃষ্টি করতে পারে না। অর্থাৎ পিছলানো ঘর্ষণকে আবর্ত ঘর্ষণে রূপান্তরিত করে।
    1. Report
  9. Question: বল-বেয়ারিং পাওয়া যায়-

    A
    গাড়ির চাকায়

    B
    সাইকেলে

    C
    বৈদ্যুতিক পাখায়

    Note: Not available
    1. Report
  10. Question: জুতা পুরনো হয়ে গেলে-

    A
    খাঁজগুলো অনেকাংশ মিলিয়ে যায়

    B
    প্রয়োজনীয় ঘর্ষণ বলের যোগান দিতে পারে না

    C
    রাস্তায় চলাচল পূর্বের তুলনায় সুবিধাজনক হয়

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd