Note: বল-বেয়ারিং হলো ক্ষুদ্র, মসৃণ ধাতব বল। এগুলো ষাধারণত ইস্পাতের তৈরি। এগুলো ব্যবহারের মাধ্যমে বিভিন্ন তলের মধ্যবর্তী ঘর্ষণকে কমানো সম্ভব। বল-বেয়ারিং গুলোর ঘর্ষণের ফলে যন্ত্রের গতিশীল অংশগুলো পরস্পরের সঙ্গে সরাসরি ঘর্ষণ সৃষ্টি করতে পারে না। অর্থাৎ পিছলানো ঘর্ষণকে আবর্ত ঘর্ষণে রূপান্তরিত করে।